নির্ভরযোগ্য ও সহজে দেশে টাকা পাটাতে জনপ্রিয় হচ্ছে সোনালী পে অ্যাপস
জিয়া উদ্দিন তালুকদার:
বার্মিংহামে সোনালী ব্যাংক এর সহযোগী প্রতিষ্ঠান সোনালী পে-এর যাত্রা শুরু। ব্রিটিশ বাংলাদেশীদের রেমিট্যান্স সেবা প্রদানে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো সোনালী পে। সোনালী পে এর মাধ্যমে গ্রাহকগণ বাংলাদেশে এখন নিয়মিতভাবে টাকা পাঠাতে পারবেন। সোনালী পে এর মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশীদের এই সেবা প্রদানের জন্য ফাইনান্সিয়াল কন্ডাক্ট অথোরিটি (এফসিএ) থেকে গত ৩ অক্টোবর অনুমতি লাভ করেছে।
সোনালী পে বর্তমানে শুধু ইউকে-বাংলাদেশে তাদের সেবা কার্যক্রম চালু রাখলেও আগামীতে বিশ্বজুড়ে এর সেবার পরিধি ছড়িয়ে দিতে চায় বাংলাদেশী এই প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য বার্মিংহামের স্মলহিথে সোনালী পে-এর হেড অফিসে (380 Coventry Road, Birmingham, B10
0UF.) উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করেন সোনালী পে’র চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
এই প্রতিষ্ঠানের সিইও মাসুম বিল্লাহ সকল বাংলাদেশীকে এর সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মানুষ ইতোমধ্যে সোনালী পে’র সেবা নিয়ে বেশ সন্তুষ্ট। বিশেষ করে অ্যাপ-এর ডিজাইন এতো সহজভাবে করা হয়েছে যে, যে কেউ সহজে আপস এর মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। বিস্তারিত জানার জন্য যোগাযোগের নাম্বার: 020 7877 8222.
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on স্মলহিথে সোনালী পে-এর যাত্রা শুরু