১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৬ হিজরি।
১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৬ হিজরি।

খেলাফত মজলিস কেমব্রীজ শাখার সীরাত মাহফিল সম্পন্ন

মুহাম্মাদুর রাসূল (সা.) হলেন মানবতার সর্বোত্তম আদর্শ
-ড. আহমদ আব্দুল কাদের

খেলাফত মজলিস এর মুহতারাম মহাসচিব জননেতা ড আহমদ আব্দুল কাদির বলেন, ইসলাম হল এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিস্তৃত। আর মুহাম্মাদ সা. কে আল্লাহ সুবহানাহু ও তায়ালা এ ধরায় পাঠিয়েছেন মানবতার জন্য এ উত্তম আদর্শ হিসাবে। আর এ আদর্শ কে ধারণ ও লালনের মধ্যেই মানবতার দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত।

৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যায় স্থানীয় এক কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সীরাতুন নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী হারুণ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ, যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহসভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ,  যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবীর, দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, লন্ডন সিটি শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, কেমব্রীজ শাখা অন্যতম দায়িত্বশীল আজির আলী। -প্রেস রিলিজ

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on খেলাফত মজলিস কেমব্রীজ শাখার সীরাত মাহফিল সম্পন্ন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ