
।।বার্মিংহাম, ২৯ সেপ্টেম্বর ২০২৩।।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার জন্মদিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামীলীগ বার্মিংহাম শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপাত হাজী কবির উদ্দিন। সভা পরিচালনা করেন- সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটের সময় অনুষ্ঠিত এ জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সভাপতির স্বাগত বক্তব্যের পর জনেনেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ। পরে কেক কেটে উপস্থিত নেতাকর্মীরা জন্ম দিবস উদযাপন করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ রোকন আহমদ, মোস্তফা কামাল বাবলু ও বুলন চৌধুরী, নুরুল ইসলাম কিসলু, কামাল আহমদ, আব্দুস শুকুর, নাসির আহমদ শ্যামল, জুম্মা আহমদ লিটু, শাহ মোদাব্বির হোসেন, রাজু আহমেদ পারভেজ, শামিম আহমদ, সিরাজুল ইসলাম তসলু, সাইফুর রহমান বাসিক, আশিক মিয়া ও হাসিব উদ্দিন মতিন, শফিক মিয়া, একেএম আলী হোসেন, আছকুর উদ্দিন দুলু, শাহজাহান খান,আব্দুস সামাদ আজাদ, জয়নাল আহমদ প্রমুখ।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন বার্মিংহামে