সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর কেবল বৈষম্যই চলছে, মানুষে মানুষে ভেদাভেদ আর অপসংস্কৃতির সয়লাবে গোটা সমাজব্যবস্তাই আজ ভঙ্গুর হয়ে গেছে। বেহায়াপনা ও ইসলাম বিমুখতার কারনেই আজ অশান্তি চলছে সর্বত্র।
গত ২২ ফেব্রুয়ারী ২০২৩ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডলেন্ডস এর উদ্যোগে আয়োজিত তরবিয়াতি মজলিসে সংগঠনের কেন্দ্রিয় নব নির্বাচিত নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ প্রধান অতিথির আলোচনায় একথাগুলো বলেন।
মিডল্যান্ডস শাখার সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় দারসে ক্বোরআন পেশ করেন বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা শাহ সুলতান মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য ও দারসে হাদিস পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম।
আস্টনস্থ দারুসসুন্নাহ একাডেমিতে আয়োজিত বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডলেন্ডস শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা শায়েখ মুহাম্মদ মনির, বার্মিহাংম শাখার সেক্রেটারী আ ফ ম শুয়াইব, মিডল্যান্ডস শাখার সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, গ্লোষ্টার শাখার সভাপতি মাওলানা অলিউর রহমান, সহ সভাপতি মাওলানা হাবীবুর রহমান, আলহাজ আব্দুল গনি, হাফেজ আহমদ হুসাইন, হাজী আইয়ুব মিয়া, মাওলানা কুদরত উল্লাহ, ক্বারী আব্দুল খালিক মুশতাক,ক্বারী বাহার উদ্দীন, মুহাম্মদ সাদেক আহমদ। প্রমুখ।
তারবিয়তি মজলিসে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষন করে চারজন ভাই সংগঠনে যোগদান করেন। – প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্তা প্রতিষ্ঠিত হলেই কেবল শান্তি আসতে পারে- অধ্যাপক আব্দুল কাদির সালেহ