১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।
১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।

এ কে আজাদ কনর লাঞ্চিত: সমাজকে কলুষিত করার প্রবণতা রুখতে কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আশির দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের লড়াকু ব্যক্তিত্ব একে আজাদ কনর লাঞ্চিত: সংঘবদ্ধ হামলাকারীদের কমিউনিটির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

(ছবি : বাহার উদ্দিন)

বার্মিংহাম প্রতিনিধি: এ কে আজাদ কনর এর প্রতি সমবেদনা জানাতে এবং সমাজকে কলুষিত করার প্রবণতা রুখতে কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা- সংঘবদ্ধ হামলাকারীদের কমিউনিটির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়ে এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য আশির দশকের বর্ণবাদ বিরোধী আন্দোলনের লড়াকু ব্যক্তিত্ব এ কে আজাদ কনর লাঞ্চিত এবং শারিরীকভাবে আঘাতপ্রাপ্ত হন গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার। ঐদিন দুপুরে একে আজাদ কনরকে হামলাকারীদের একজন ফোন করে ভিউ ভিলা ব্যংকুইটিং হলে আসার জন্য আহ্বান জানায়। ঐ হামলাকারীর সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকলেও ঐসময় কোন জরুরী কাজ না থাকায় একে আজাদ কনর আসতে অনীহা প্রকাশ করেন। ঐ লোক বারবার চাপ দিলে কিছুক্ষণের মধ্যেই পার্টনারসহ তিনি ব্যবসা প্রতিষ্ঠানে আসেন।
গত ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, দুপুরে স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গাবরু মিয়া। সভা পরিচালনা করেন- কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসুদ আহমদ। আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ বশির মিয়া কাদির, রানা মিয়া চৌধুরী, সয়ফুল আলম, এনামুল হক খান নেপা ও জুনেদুর রহমান জুনেদ।
সংবাদপেশার সাথে জড়িত ক‘জন একজন অসুস্থ-বয়স্ক এবং নিবেদিতপ্রাণ কমিউনিটি ব্যক্তিত্বের উপর শারিরীকভাবে আঘাত করেছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

সভায় বক্তারা- সমাজকে কলুষিত করার মত এ ধরণের প্রবণতাকে কোনভাবেই প্রশ্রয় দেয়া সমীচিন নয় উল্লেখ করে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও বক্তারা মূল বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এলাকাভিত্তিক এবং গোষ্ঠিবদ্ধ দ্বন্ধ তৈরির প্রচেষ্টায় লিপ্তদেরও সমাজ ও কমিউনিটির স্বার্থে তা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। তারা বলেন- কমিউনিটি সচেতন রয়েছে বলেই স্বতঃস্ফুর্ত প্রতিবাদ সভায় সর্বস্তরের কমিউনিটির মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়।
তাৎক্ষণিকভাবে কার্যকর সিদ্ধান্ত এবং আজাদ কনর এর প্রতি সমবেদনা জানানোর জন্য বক্তারা চ্যানেল এস এর উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই হামলার সাথে অন্যান্য টিভি চ্যানেল এর জড়িতদের ব্যাপারেও সংশ্লিষ্ট চ্যানেলসমূহে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রত্যাশা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কাউন্সিলর আব্দুল কাদির জিলানী, শাহ আবিদ আলী, শাহ রোকন আহমদ, আব্দুল মালিক ছানু মিয়া, মোহাম্মদ মারুফ, আব্দুল কুদ্দুস রাজু, সোহেল আহমদ চৌধুরী, মুস্তাফিজুর রহমান দীপু, এম হাসান খোকন, হোসাইন আহমদ, রহমত আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on এ কে আজাদ কনর লাঞ্চিত: সমাজকে কলুষিত করার প্রবণতা রুখতে কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ