জিয়া তালুকদার:
।।বার্মিংহাম, ১৫ সেপ্টেম্বর ২০২১৯।।
হবিগঞ্জ সোসাইটি ইউকে আরেকটি সফল মিলনমেলা সম্পন্ন করলো। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় সাত শতাধিক হবিগঞ্জবাসীর স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বার্মিংহামের স্থানীয় একটি হল কানায় কানায় পূর্ণ ছিল আর পরিণত হয়েছিল একটুকরো হবিগঞ্জে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার এ মিলনমেলা, হবিগঞ্জীদের প্রাণের এ মেলবন্ধন প্রতিবারের ন্যায় বার্মিংহামে আনুষ্ঠিত হয়।
দূরত্ব অতিক্রম করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পারষ্পরিক সৌহার্দ্য এবং একে অপরের সাথে গল্প-আড্ডা-দেখা-সাক্ষাতের অভিপ্রায়ে হবিগঞ্জীরা মিলনমেলায় উপস্থিত হন। একদিনের জন্য মিলনমেলার স্থানকে তারা একটুকরো হবিগঞ্জে রূপান্তর করে ফিরে যান কৈশোর-যৌবনের স্মৃতি রোমন্থনে সেই অতীতে। যান্ত্রিক জীবনের টানে দিনশেষে যখন অনুষ্ঠান সমাপ্তির দিকে যায় সবার মাঝে দেখা যায় অজানা এক অতৃপ্তির ছোঁয়া, তারা ভাবেন আরেকটু আড্ডা দেই। তাই এ মিলনমেলাও সমাপ্ত হয় না। শেষ হয়েও শেষ হয় না। অতৃপ্তি থেকে যায়। তাই তারা তৃপ্তির সাধ পেতে যুক্তরাজ্যে হবিগঞ্জীদের এ মিলনমেলার ধারাবাহিক আয়োজনে এবার ছিল সপ্তম আয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সকল অতিথিবৃন্দকে সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য দেন সোসাইটির বিদায়ী সভাপতি রানা মিয়া চৌধুরী ও সেক্রেটারি এম এ মুন্তাকিম।
মিলন মেলার সঞ্চালনা করেন সহ সভাপতি কবি সৈয়দ ইকবাল ও কোষাধ্যক্ষ জিয়া তালুকদার। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মুকিত চৌধুরী সানি।
পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও বৃটেনের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের গর্ব স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশী সদস্য ফয়সাল হুসেন চৌধুরী এমবিই।
উল্লেখ্য হবিগঞ্জ সোসাইটি ইউকে বহিবিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রায় ২০ বছর ধরে হবিগঞ্জ তথা সারাবিশ্বে মানবতার সেবায় কাজ করে আসছে। এ সোসাইটির এটা ছিল ৭ম আন্তর্জাতিক মিলন মেলা। ২০১৯ সালে ষষ্ঠ মিলন মেলার পর কোভিড ১৯ ও মহামারীর কারনে গত দুই মিলন মেলা আয়োজন করা হযনি।
মিলনমেলায় উপস্থিত সকলেই ছিলেন উৎফুল্ল ও আনন্দে উচ্ছ্বসিত। সকলেই অনুভূতি প্রকাশ করে বলেন- সোসাইটির এই আয়োজন আমাদের হবিগঞ্জীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সেতুবন্ধন তৈরি করেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে ২০১৯-২০২৪ এর কার্যকরী কমিটির পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও সংগঠনের পরিধি বৃদ্ধি পাওয়ায় সাবলীল কার্যক্রম পরিচালনার জন্য এ বছর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিভিন্ন সামাজিক কর্মতৎপরতায় সক্রিয় নবীন এবং প্রবীনদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। মিলনমেলায় উপস্থিত সকল উপদেষ্ঠাদেরও পরিচয় করিয়ে দেয়া হয়।
দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা মীর এডভোকেট গোলাম মোস্তফা ও সদস্য অলিউর রহমান অলি।
তৃতীয় পর্ব ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। প্রথম পুরস্কার ছিল এরোলাক্স ট্রাভেলস এর সৌজন্যে বাংলাদেশ বিমানের রিটার্ন টিকেট। দ্বিতীয় পুরস্কার ছিল দ্যা প্যালেস রিসোর্টের চেয়ারম্যান কামাল হুসেন এর সৌজন্যে বাহুবল দ্যা প্যালেস রিসোর্ট-এ এক রাত দুজনের থাকা খাওয়া ফ্রি ও তৃতীয় পুরষ্কার ছিল রাংগাউটি রিসোর্ট ও এমটি ক্যাটারিং এর ডাইরেক্ট সৈয়দ সহিদ আলীর সৌজন্যে রাংগাউটি রিসোর্ট মৌলভীবাজারে এক রাত দুজনের থাকা খাওয়া ফ্রি।
বিদায়ী বক্তব্যে সভাপতি রানা মিয়া চৌধুরী মাজেদুল হক চৌধুরী মিন্টু কে আগামী ২০২৪-২০২৬ এর কার্যকরী পরিষদের সভাপতি ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on হবিগঞ্জ সোসাইটি ইউকে এর সপ্তম আন্তর্জাতিক মিলনমেলা সম্পন্ন