৭ম আন্তর্জাতিক হবিগঞ্জি মিলনমেলা ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার বার্মিংহামের রয়েল সুইট বাংকুইটিং হলে অনুষ্ঠিত হবে। এ মিলনমেলায় এবছর যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জী ছাড়াও ইউরোপের বিভিন্ন শহর থেকেও হবিগঞ্জবাসীরা যোগ দেবেন।
যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জীদের নিয়ে দুই বছর অন্তর মিলনমেলা আয়োজন করে থাকে হবিগঞ্জ সোসাইটি, ইউকে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ২০০৯ সালে প্রথম মিলন মেলা আয়োজন করেছিল বার্মিংহামে। প্রথমবারের মত আয়োজিত মিলনমেলার সফলতায় দুই বছর পর পর বার্মিংহামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। করোনা মহামারী কারণে ২০২১ এ মিলনমেলা আয়োজন করা হয়নি।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামে ৭ম আন্তর্জাতিক হবিগঞ্জি মিলনমেলা ১৫ সেপ্টেম্বর