বাংলাভয়েস ডেস্ক:
বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দেশের শীর্ষতম জাতীয় দৈনিক মানবজমিন এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী এর সাথে বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মারুফ। সভা পরিচালনা করেন অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী মোহাম্মদ আতিকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন বার্মিংহামে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সভায় বর্ষীয়ান সাংবাদিক মতিউ রহমান চৌধুরী বলেন- দেশটা আমাদের সবার। এই দেশটাকে আমরা যেভাবে সাজাতে চাই দেশ সেভাবেই সাজবে।
প্রায় ৪০ মিনিট দেশের দূর্নিতি, লুট, মানুষের কথা বলতে না পারা, সকল সরকারের অতীত নিয়ে ঘাটাঘাটিসহ নানা প্রসঙ্গ নিয়ে তিনি কথা বলেন। প্রবাসীদের সচেতন নাগরিক উল্লেখ করে তিনি অতীতকে অতিথি করে নতুন করে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি বলেন ড. ইউনুস যদি ফেইল করেন কোন কারণে তাহলে কি হবে। দেশটা যাবে কোথায়। প্রবাসীরা যে দলই করেন না কেন দেশটাকে রক্ষা করতে হবে। এটা কঠিন দায়িত্ব।
পরিবর্তন ধরে রাখাটা আগামী দিনের চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন- ছাত্র-জনতা পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্ত হয়েছে। অনেক রক্ত ঝরেছে অনেক মায়ের কুল খালি হয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন করাটা যতটা সহজ, পরিবর্তন ধরে রাখাটা অনেক কঠিন।
অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন- টাকা লুট হয়েছে আপনারা জানেন, উন্নয়ন আরো হতে পারতো কিন্তু লুটের জন্য হয়নি। এটা কে করেছে কারা দায়ি সে প্রসঙ্গে না গিয়ে তিনি বলেন- সুযোগ যখন এসেছে দেশটাকে আমরা নতুন করে সাজাই।
সফল গণঅভ্যূত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করাকে তিনি আপেক্ষিক অর্থে উল্লেখ করে ৫ আগস্টে দ্বিতীয় স্বাধীনতার অর্থ কথা বলার অধিকার ফিরে পাওয়ার কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন- আজকের বিপ্লব থেকে অনেক কিছু শেখার আছে। এই বিপ্লব শিখিয়েছে- আপোষ করা যাবে না। এই বিপ্লব শিখিয়েছে আমি কথা বলার জন্য রক্ত দিতে পারি। এই বিপ্লব শিখিয়েছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে জেহাদ। কর্তৃত্ববাদ চলবে না।
তিনি বলেন দেশটাকে বাঁচাতে হবে আমাদের সবাই মিলে। একজনকে পরিবর্তন করতে পারলে একজনকে থেকে আরেকজন হবে। কিন্তু যাদের আমরা দায়িত্ব দেই নেতৃত্ব দেয়ার জন্য যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তারাই দূর্নীতি করে। আর এদেরকে নিয়েই আমরা হাততালি দেই। রাস্তা বন্ধ করে শ্লোগান দেই। এই অবস্থার পরিবর্তন হবে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে। এই পরিবর্তটা ঢাকায় হয়েছে আমরা মোবারকবাদ জানাই। আমরা মনে করি এই পরিবর্তনটা দেশের জন্য প্রয়োজন ছিল। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা এটা বুঝতে চেষ্টা করেন নাই।
পরিবর্তনের জন্য বাংলাদেশে যা হয়েছে তা অকল্পনীয় উল্লেখ করে তিনি বলেন- মানুষ গুলির সামনে দাঁড়িয়েছে। কিন্তু মানুষ কম্প্রোমাইজ করে নাই। এই বিপ্লব, এই পরিবর্তন ধরে রাখার জন্য সঠিক নেতৃত্ব দরকার। সঠিক নেতৃত্ব ছাড়া, সঠিক দিক নির্দেশনা ছাড়া আর ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই ধরণের বিপ্লব ব্যর্থ হয়ে যায়।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এর মাহবুব হোসেন, কায়ছারুল ইসলাম সুমন, ফারছু চৌধুরী, ওবায়দুল কবির খোকন, বদরুল আলম, নুরুল হক শিপু, এনামুল হক, আশফাক জুনেদ ও বাহার উদ্দিন। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপসিহিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কমরেড মসুদ আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ফয়েজ উদ্দিন এমবিই, ড. আব্দুল খালিক, নাসির উদ্দিন হেলাল, মুফতি তাজুল ইসলাম, এনামুল হাসান ছাবির, আব্দুল মুকিত আজাদ, ফারুক চৌধুরী, কামরুল হাাসন চুনু, এমজি মৌলা মিয়া, তাফাজ্জাল হোসেনে চৌধুরী প্রমুখ।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সঠিক নেতৃত্ব,নির্দেশনা এবং ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই ধরণের বিপ্লব ব্যর্থ হয়ে যায় – মতিউর রহমান চৌধুরী