২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।
২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।

জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর সম্পাদক হাসেম রেজার সাথে  মতবিনিময় সভা

জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর সম্পাদক হাসেম রেজার সাথে মতবিনিময় সভা

জিয়া তালুকদার, বার্মিংহাম:

বাংলাদেশ থেকে প্রকাশিত দুইটি জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর  সম্পাদক হাসেম রেজা বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন।  গত ১৪ মার্চ ২০২৩ বার্মিংহামের স্থানীয় একটি রেস্তোরায়  বাংলা প্রেসক্লাব(বিপিসি)বার্মিংহাম মিডল্যান্ডস  ও স্থানীয় কমিউনিটির সাথে নৈশভোজ ও মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি রিকগনাইজ ফর বাংলা এজ এ অফিসিয়াল ল্যাংগুয়েজ ইন ইউএন এর কেন্দ্রীয় মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাংবাদিক জিয়া তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সম্পাদক হাসেম রেজা।

সভায় স্থানীয় প্রবাসীরা বিভিন্ন দাবী দাওয়া উনার পত্রিকায় প্রকাশের মাধ্যেমে বাংলাদেশের সরকারের নজরে আনার আহবান জানান। বক্তারা বার্মিংহাম থেকে সরাসরি বাংলাদেশে বিমানের ফ্লাইট, প্রবাসী সাংবাদিকদের দেশে রিকগনিশন করা ও স্বাধীনতা সংগ্রামের সময় বহির্বিশ্বে প্রথম বার্মিংহামের স্মলহিথ পার্কে ২৮ শে মার্চ পতাকা উত্তোলন করা হয়, এই ২৮শে মার্চকে রাষ্ট্রীয় ভাবে বিশেষ দিন হিসেবে ঘোষণার ব্যাপারে একজন সম্পাদক হিসেবে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সম্পাদক হাসেম রেজা বলেন- আমি সাংবাদিকতায় আসার পেছনে কারনই দেশের ও প্রবাসের বিভিন্ন সমস্যা ও দাবী নিয়ে কাজ করা ও অসংগতি সমাজে তুলে ধরা। উনি বলেন এই দাবীগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে আমার যথাসাধ্য চেষ্টা থাকবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি  ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ডা. আব্দুল খালেক, হবিগঞ্জ সোসাইটি ইউকের সেক্রেটারি এম এ মুন্তাকিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, ফরহাদ আহমেদ, সামসুল হুদা, জাহাংগির আলম, একাউন্টেন্ট সাইফুল ইসলাম,  বিপিসি ও চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান,  এলবিটিভির জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক সাহিদুর রহমান সুহেল,  বাংলামেইল পত্রিকার প্রতিনিধি ও সিলেট স্ট্রাইকার্সের অন্যতম ডাইরেক্টর সাইফুর রাজা চৌধুরী পথিক,  বাংলাভয়েস পত্রিকার সাব এডিটর(ইংলিশ) ও বাংলামেইলের সাংবাদিক জিয়া তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট-এর সম্পাদক হাসেম রেজার সাথে  মতবিনিময় সভা

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ