২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।
২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি অনুষ্ঠান: প্রবাসেও নাম তালিকাভুক্তি এগিয়ে চলছে

বাংলাদেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর ২০২৩ এবং ইউকে, ইউরোপ এন্ড রিপাবলিক অব নর্দান আয়ারল্যান্ড এর প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনী বার্মিংহামে অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর ২০২৩।

 

জিয়া উদ্দিন তালুকদার:

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আয়োজিত পুনর্মিলনী সফল করতে গত ২ অক্টোবর ২০২৩, সোমবার বার্মিংহামে বৈঠক অনুষ্ঠিত (ছবি : বাহার উদ্দিন)

ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে হবিগঞ্জে এগিয়ে চলছে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানের কার্যক্রম। নানা আয়োজনের মাধ্যমে পুনর্মিলনীকে সফল ও স্মরণীয় করতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। এদিকে প্রবাসে অবস্থানরত প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝেও এ নিয়ে আগ্রহের কমতি নেই। অনেকেই সুদূর বাংলাদেশে গিয়ে পুনর্মিলনীতে অংশ নিয়ে শৈশবের স্মৃতি রোমন্থনের প্রস্তুতি নিচ্ছেন।

ইতোমধ্যে বার্মিংহাম, মাঞ্চেস্টার, লন্ডনসহ বিভিন্ন শহরে এ উপলক্ষে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সকল বৈঠকে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সাথে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পুনির্মলনীর জন্য নির্দিষ্ট ফি দিয়ে নাম তালিকাভুক্ত করেন।

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে আয়োজিত পুনর্মিলনী সফল করতে বার্মিংহামে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত ২ অক্টোবর ২০২৩, সোমবার।

বার্মিংহামের স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এ স্কুলের প্রাক্তন ছাত্র রানা মিয়া চৌধুরী। পরিচালনা করেন রি-ইউনিয়ন টিম ইউকে, ইউরোপ এন্ড রিপাবলিক অব নর্দান আয়ারল্যান্ড এর সদস্য সচিব এম এ মুনতাকিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শমশেদ বখত চৌধুরী (রাখী), রাজু আহমদ, শাহেদ আহমদ, রিয়াজ বখত চৌধুরী প্রমুখ।

শৈশবের টানে বিদ্যালয় পানে শ্লোগানকে ধারণ করে বাংলাদেশে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য প্রবাসে অবস্থানরত প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম তালিকাভুক্তির সর্বশেষ আপডেট নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলাদেশের পুনর্মিলনী অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত উক্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্মিংহামে আয়োজিত পুনর্মিলনী সফল করতে বার্মিংহাম টিমকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য বাংলাদেশে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর ২০২৩ এবং ইউকে, ইউরোপ এন্ড রিপাবলিক অব নর্দান আয়ারল্যান্ড এর প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনী বার্মিংহামে অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর ২০২৩।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি অনুষ্ঠান: প্রবাসেও নাম তালিকাভুক্তি এগিয়ে চলছে

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ