১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।
১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।

২৮ মার্চ উদযাপন পরিষদ, বার্মিংহাম এর উদ্যোগে মিসির আলী স্মরণ সভা অনুষ্ঠিত

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিসির আলী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

 

সৈয়দ নাদির আহমেদ:

মিসির আলী বাংলাদেশর মহান মুক্তিযুদ্ধের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তিনি ১৯৭১ সালে প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল প্রতিবাদ সমাবেশে অংশ নিতেন এবং বজ্র কণ্ঠে শ্লোগান দিতেন। ২৮ মার্চ বার্মিংহামের ঐতিহাসিক সমাবেশে হাজারো বাঙালীর উপস্থিতিতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি অত্যন্ত জোরালো ভূমিকা রাখেন। এদিন একশন কমিটির আরো অনেকের সাথে বহির্বিশ্বের প্রথম পতাকা উত্তোলনের গৌরবের অধিকারী। তিনি আজীবন পতাকা উত্তোলনের সে ঐতিহাসিক মুহুর্তের কথা গর্বভরে বলে বেড়াতেন।

মিছির আলী স্মরণ সভা ((ছবি : বাহার উদ্দিন)

২৮ মার্চ উদযাপন পরিষদ, বার্মিংহাম কর্তৃক আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

গত ২৫ মার্চ ২০২৩, সোমবার স্থানীয় এক হলে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি বশির মিয়া কাদির। সভা পরিচালনা করেন- কমরেড মসুদ আহমেদ। শোকসভায় কমিউনিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,  মিসেস নাজিয়া রশিদ, ফয়জুর রহমান চৌধুরী এমবিই ও কামরুল হাসান চুনু, রানা মিয়া চৌধুরী, আব্দুল মালিক ছানু আব্দুল মালিক ছানু, আব্দুল কাদির আবুল। উপস্থিত ছিলেন- প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দবির আহমদ, ড.দিলওয়ার আহমদ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তফাজ্জাল হোসেন চৌধুরী, এমন এ রশিদ ভূঁইয়া, সৈয়দ জমশেদ আলী, সয়ফুল আলম, এনামুল হক খান নেপা, নুরুল ইসলাম কিসলু, আব্দুল কাদির আবুল, নিজাম উদ্দিন, আখতার হোসেন টুটুল, তুফায়েল আহমদ, ফাতেমা হামিদ, আশিক মিয়া, হাসিব উদ্দিন মতিন, আনহার আলী, জাহাঙ্গীর বক্ত, কবির উদ্দিন, বদরুল চৌধুরী, এম এ মুনতাকিম, জয়নাল আহমেদ, রহমত আলী, এডভোকেট নজরুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ২৮ মার্চ উদযাপন পরিষদ, বার্মিংহাম এর উদ্যোগে মিসির আলী স্মরণ সভা অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ