আতিকুল ইসলাম, কার্ডিফ (ওয়েলস):

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান এর সার্বিক নিদের্শনায় গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়।
কনস্যুলার সার্ভিসে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ, হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলে এলাহি, আহমেদ উল্লাহ ও ইশতিয়াক আকবর উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।
বৃটেনের বামিংহাম হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলেট সার্ভিস প্রদানকালে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির প্রবীণ মুরব্বী, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদ, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক হারুন তালুকদার, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কাউন্সিলার সালেহ আহমদ, রাজনীতিবিদ এম এ মালিক, গোলাম মর্তুজা, আব্দুল কাদির, আলহাজ্ব আসাদ মিয়া, শেখ মোহাম্মদ আনোয়ার, শাহ গোলাম কিবরিয়া, মুজিবুর রহমান মুজিব, মুহিবুর রহমান খসরু, বদরুল হক মনসুর, আতিকুল ইসলাম, শামীম চৌধুরী, তোফায়েল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বৃটেনের বামিংহাম হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলেট সার্ভিস সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা অবধি কার্ডিফ দি গ্রেঞ্জটাউন হাভ কমিউনিটি সেন্টারে হ্যাভেলোক প্লেইসে আয়োজন করা হয়েছিলো । এবারের সার্ভিসে প্রায় দুই শতাধিক লোক তাদের পাসপোর্ট নবায়ন নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেছেন।
বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা প্রদান করেছেন বামিংহামের বাংলাদেশ হাইকমিশন এর সম্মানিত কমকর্তাবৃন্দ।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on কার্ডিফে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস সফলভাবে সম্পন্ন