২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।
২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।

মাহে  রামাদ্বানের তাৎপর্য  শীর্ষক  আলোচনা  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

আনজুমানে আলইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে পবিত্র মাহে  রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা-

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান

বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহ’র উদ্যোগে মাহে  রামাদ্বানের তাৎপর্য  শীর্ষক  আলোচনা  ও দোয়া মাহফিল গত ১২ মার্চ  ২০২৩ইং, রোজ রবিবারবেলা ১২ ঘটিকার সময় বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বর্মিংহামআস্টনে অনুষ্ঠিত ।

বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা বদরুল হক খান‘র সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ সামীম আল মামুন (রুমেলএর রিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. নাদিল ছামাদ    এবং নাশিদ পরিবেশন করেন ক্বারী মো. আবুল খয়ের ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– আনজুমানে আল– ইসলাহ ইউকের সম্মানিত প্রেসিডেন্ট শায়খুল  হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আলইসলাহ ইউকে সম্মানিত জয়েন্ট সেক্রেটারি  মিডলেন্স ডিভিশনের প্রেসিডেন্ট হযরত মাওলানা এম  কাদির আল হাসান এবং মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমদআঞ্জুমানে আল ইসলাহ বিভিন্ন সদস্য এবং কমিউনিটির নানা শীর্ষজনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানাদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মাহফিলে  বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহ পক্ষ থেকে বর্তমান সময়ে কাদিয়ানীদের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে তাদেরকে মুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– হযরত মাওলানা আব্দুল হক নুমানীআল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা হুসাম উদ্দিন আলহুমায়দী, মো. ইমদাদ হোসাইনমাষ্টার আব্দুল মুহিত হাজী গোলাব ঊল্লাহ, হাজী আব্দুল বাহারমাওলানা এহসানুল হক, হাফিজ আবুল হোসাইন,  হাফিজ এমদাদুর রহমান খানহাজী সাহাব উদ্দিনমো.  সিহাব উদ্দিন চৌধুরী, হাফিজুর রহমানবদরুল হকমস্তাক আহমদনাফিজুর রহমান আহমেদহাজী আব্দুল গফুরহাজী আবদাল মিয়াহাজী শানুর মিয়াহাজী মাশুক মিয়া প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on মাহে  রামাদ্বানের তাৎপর্য  শীর্ষক  আলোচনা  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ