আনজুমানে আল–ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা-
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান
বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহ’র উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল গত ১২ মার্চ ২০২৩ইং, রোজ রবিবার, বেলা ১২ ঘটিকার সময় বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বর্মিংহাম, আস্টনে অনুষ্ঠিত হয় ।
বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা বদরুল হক খান‘র সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ সামীম আল মামুন (রুমেল) এর পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. নাদিল ছামাদ এবং নাশিদ পরিবেশন করেন ক্বারী মো. আবুল খয়ের ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– আনজুমানে আল– ইসলাহ ইউকের সম্মানিত প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল–ইসলাহ ইউকে সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ও মিডলেন্স ডিভিশনের প্রেসিডেন্ট হযরত মাওলানা এম এ কাদির আল হাসান এবং মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ‘র বিভিন্ন সদস্য এবং কমিউনিটির নানা শীর্ষজনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানাদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মাহফিলে বার্মিংহাম আন্জুমানে আল ইসলাহ’র পক্ষ থেকে বর্তমান সময়ে কাদিয়ানীদের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– হযরত মাওলানা আব্দুল হক নুমানী, আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা হুসাম উদ্দিন আলহুমায়দী, মো. ইমদাদ হোসাইন, মাষ্টার আব্দুল মুহিত হাজী গোলাব ঊল্লাহ, হাজী আব্দুল বাহার, মাওলানা এহসানুল হক, হাফিজ আবুল হোসাইন, হাফিজ এমদাদুর রহমান খান, হাজী সাহাব উদ্দিন, মো. সিহাব উদ্দিন চৌধুরী, হাফিজুর রহমান, বদরুল হক, মস্তাক আহমদ, নাফিজুর রহমান আহমেদ, হাজী আব্দুল গফুর, হাজী আবদাল মিয়া, হাজী শানুর মিয়া, হাজী মাশুক মিয়া প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত