২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।
২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ শাওয়াল, ১৪৪৬ হিজরি।

সিলেটে যুক্তরাজ্যের এমএলসি সলিসিটরস এর উদ্যোগে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে যুক্তরাজ্যেরিএমএলসি সলিসিটরস এর উদ্যোগে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইন গবেষক ডক্টর আনিছুর রহমান আনিছ এবং সিনিয়র কোর্ট অব ইংল্যান্ড এন্ড অয়েলস এর সলিসিটর হাছান খান।
গত সোমবার সন্ধ্যা ৭ টায় সিলেটের রয়েল শেপ চাইনিজ রেস্টুরেন্টে, যুক্তরাজ্যের ইমিগ্রেশন, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের বিশিষ্ট ইমিগ্রেশন আইনজীবী ডক্টর আনিছুর রহমান আনিছ। এবং সিনিয়র কোর্ট অব ইংল্যান্ড এন্ড অয়েলস এর সলিসিটর হাছান খান। সেমিনারে অংশগ্রহণ করেন, সিলেট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ডক্টর শহিদুল ইসলাম শহিদ, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, এডভোকেট এ এইচ এম ওয়াশিম, এডভোকেট সায়েম ইলিয়াস, এডভোকেট খাইরুল আলম চৌধুরী, এডভোকেট মামুন হোসেন, এডভোকেট কবির আহমেদ, এডভোকেট সলমান উদ্দিন, এডভোকেট আরিফ আহমেদ, এডভোকেট ইয়াছিনুল হক এবং আনিকা তাহসিন, আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মোহাম্মদ আজহারুল হক, ঢাকা কলেজের মাস্টার্স এর ছাত্র মোহাম্মদ সাব্বির আলম সহ অনেকে। আইনজীবীগণ ভবিষ্যতে এধরনের সেমিনার আয়োজন করার জন্য ডক্টর আনিছুর রহমান আনিছের প্রতি আহ্বান জানান। সিলেট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীগণের মধ্যে অনেকে আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের কাছে আসা যুক্তরাজ্যে গমনেচ্ছু ক্লায়েন্টদেরকে সঠিক পরামর্শ দিতে পারব বলে মনে করি। এবং এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপে বিভিন্ন ধরনের ভিসা প্রসেস এর ব্যাপারে আরও অধিক ধারণা অর্জন করা সম্ভব। সেমিনারের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সিলেটে যুক্তরাজ্যের এমএলসি সলিসিটরস এর উদ্যোগে ইমিগ্রেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ