৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার, ২৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি।
৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার, ২৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি।

বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে তারবিয়াত মাহফিল

কুরআনুল কারীমের তেলাওয়াত, যিকির ও বেশী বেশী দুরুদ শরীফ পাঠের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়
—-আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

ব্রিটেনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষ প্রতিষ্ঠান বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের আয়োজনে ও আনজুমানে আল ইসলাহ ইউকে  মিডল্যান্ডস ডিভিশনের সহযোগিতায় গত ১৯ ফেব্রুয়ারি সোমবার সেন্ডওয়েল গ্রান্ড জামে মসজিদে তারবিয়াত ও খানেকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তা‘লীম-তারবিয়াত প্রদান করেন মুরশিদে বরহক, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত।মানুষের উপকার করা  ইবাদত। তাই সবসময় অসহায় মানুষের কল্যাণের চেষ্টা করবেন। তিনি আরোও বলেন, আত্মার পরিশুদ্ধির জন্য প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াতের অভ্যাস করবেন, কিছু সময় যিকির করবেন, বেশী বেশী দুরুদ শরীফ পাঠ করবেন। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধন হবে এবং আত্মা পরিশুদ্ধ হবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এতে বার্মিংহামসহ বিভিন্ন শহর থেকে অসংখ্য মুসল্লী  উপস্হিত হন ।

লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন দারুল হাদীস লন্ডনের প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সেক্রেটারী মো. মিসবাউর রহমান, জয়েন্ট সেক্রেটারী  মো. খুরশেদ উল হক, মো. এমদাদ হোসাইন, মিডল্যান্ডস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা রুকন উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খান, সেক্রেটারী হাফিজ রুমেল আহমদ, সান্ডওয়েল আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা  রফিক আহমদ সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল, ওয়ালছল আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা নোমান আহমদ, সেক্রেটারী কারী আবুল খয়ের, মুফতি রফিক আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা গুলজার আহমদ, মাওলানা মাহবুব কামাল, মাওলানা আব্দুল গাফফার, এটিএম সাদ উদ্দিন, কারী আহমদ আলী, মোজাহিদ খান, শেখ মুর্শেদ আহমদ ব্রিস্টল বাথ আল ইসলাহর প্রেসিডেন্ট হাফিজ মনসুর আহমদ প্রমুখ। মাহফিলে দারসে কুরআন, দালাইলুল খাইরাতের সনদ বিতরণ, যিকির, মিলাদ শরীফ এবং বিশেষ দুআ হয়। – প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে তারবিয়াত মাহফিল

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ