ডেস্ক রিপোর্ট :বার্মিংহামস্থ এসিসটেন্ট হাইকমিশন কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌছে দিতে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক স্মারকে নটিংহামসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দোরগোড়ার এ সেবা প্রদান করতে আগামী ১৯ জুন রবিবার উদ্যোগ নেয়া হয়েছে। এদিন স্থানীয় একটি ইয়ুথ ক্লাবে এই কনসুলার সেবা সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিশু এবং বয়োবৃদ্ধদের জন্য অগ্রাধিকারভিত্তিক সেবা প্রদানের সুযোগ থাকবে। এদিন তারা নো ভিসা রিকোয়ার্ড স্টিকার (এনভিআর), পাওয়ার অব এটর্নি এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর আবেদন গ্রহণ করবেন।
এদিন শুধু কাংখিত সেবার আবেদনপ গ্রহণ করা হবে এবং কাংখিত সেবার ডকুমেন্টটি পোস্টে ডেলিভারি দেয়া হবে। প্রত্যেক আবেদনের সাথে নেক্সট ডে রিটার্ন প্রি-পেইড এনভেলাপ সরবরাহ করার জন্য বলা হয়েছে। এছাড়াও ডকুমেন্ট পূরণের পূর্বে হাইকমিশনের ওয়েবসাইটে দেয়া গাইডলাইন অনুস্মরণ করার জন্যও পরামর্শ দেয়া হয়েছে।
নটিংহাম ও তৎপার্শ্ববর্তি এলাকায় কাউন্সিলর সেবা প্রদানের তারিখ, সময় ও ঠিকানা নিম্নে তুলে ধরা হল।
তারিখ: ১৯ জুন ২০২২, রবিবার, সময়: সকাল ১১টা থেকে বিকাল ৪টা, স্থান: Hyson Green Youth Club, Terrace Street, Nottingham, NG7 6ER
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on নটিংহামে কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ এসিসটেন্ট হাইকমিশন, বার্মিংহাম