বাংলামেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমেদ এর মাতা ফৌজিয়া কামালীর মাগফেরাত কামনা করে আগামী বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, বাদ জোহর (জোহর জামাত ১:৪৫) কভেনট্রি রোড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে (521-527 Coventry Rd, Birmingham B10 0LL) এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য সৈয়দ নাসির আহমেদ এর মাতা গত ৭ জুন ২০২২ মঙ্গলবার রাত ৯টার সময় (বাংলাদেশ সময় ৭ জুন দিবাগত রাত ২টা) আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৮ জুন বুধবার নামাজে জানাজা এবং দাফন মরহুমের নিজগ্রাম সুনামগঞ্জ জেলার, জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর গ্রামে সম্পন্ন হয়েছে।
মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডস আয়োজিত দোয়া মাহফিলেে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। – প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বাংলামেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমেদ এর মাতার জন্য দোয়া মাহফিল বৃহস্পতিবার