বাংলায় হাদিস, ইসলামী গ্রন্থাবলী ও মাস’আলা মাসায়েল সমন্বয়ে চালু হলো মোবাইল অ্যাপ্স
বাংলায় হাদিসের এবং ইসলামী গ্রন্থাবলী ও মাস’আলা মাসায়েল সমন্বয়ে এন্ড্রয়েড চালিত মোবাইল ফোনের জন্য সর্বপ্রথম একটি এপ্লিকেশন তৈরি হয়েছে। http:/www.hadithbd.com-এর পক্ষ থেকে তৈরিকৃত অ্যাপ্সটিতে হাদিস বিভাগে সহিহ আল-বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে তিরমিজিসহ অন্যান্য হাদিস গ্রন্থ থেকে সর্বমোট ২৭,৫৫৯টি হাদিস এবং প্রতিদিন অনলাইন ডাটাবেসে নতুন হাদিসসমূহ সংযুক্ত করা হয়ে থাকে। অ্যাপ্সটির অন্যান্য ইসলামী গ্রন্থাবলীতে যা আছে –
তাওহীদ [আকিদা] বিভাগে মোট ২টি পুস্তিকা, সালাত [নামাজ] বিভাগে মোট ৪টি গ্রন্থ ও ১টি পুস্তিকা, যাকাত বিভাগে মোট ১টি গ্রন্থ, সাওম [রোজা] বিভাগে মোট ১টি গ্রন্থ ও ১টি পুস্তিকা, হজ বিভাগে মোট ২টি গ্রন্থ ও ১টি পুস্তিকা, দোয়া ও জিকির বিভাগে মোট ৩ পুস্তিকা, যার মধ্যে ১টি বিখ্যাত ‘হিসনুল মুসলিম’। ফতোয়া [ফিকহ] বিভাগে মোট ২টি পরিপূর্ণ ফতোয়ার গ্রন্থ এবং ১টি আংশিক গ্রন্থ ও ১টি ইসলাম কিউএ থেকে গুরুত্বপূর্ণ ফতোয়াসমূহের সঙ্কলন। এছাড়া শিরক কুফর বিদআত বিভাগে ১টি ও অন্যান্য বিভাগে আর ১টি গ্রন্থ।
এ অ্যাপ্সটিতে হাদিসগুলো মূল গ্রন্থের অধ্যায়, অনুচ্ছেদ এবং হাদিস নম্বর অনুসারে সাজানো হয়েছে এবং বাংলার সাথে যোগ করে হয়েছে ইংরেজি ও মূল আরবি।
সহজে হাদিস খুঁজে পাবার জন্য আছে সার্চ বার। আছে পছন্দের হাদিসের আলাদা তালিকা তৈরি করে রাখা ও ই-মেইলে শেয়ারিং। অ্যাপ্সটির স্বত্বাধিকারী খোন্দকার রোকন-উল-হক জানান, হাদিসে বা গ্রন্থে ভুল দেখা গেলে সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করার সুবিধাসহ আছে সংশোধিত হাদিসটির পরবর্তী প্রকাশ ব্যবস্থা। অ্যাপ্সটি সরাসরি গুগল প্লে স্টোর থেকে hadithbd শব্দ দিয়ে সার্চ করে যে কেউ বিনামূল্যে পেতে পারেন। অ্যাপ্সটি বর্তমান আধুনিক এন্ড্রয়েড চালিত সব ধরনের মোবাইলসহ ট্যাবলেট এবং টিভি সাপোর্ট করে এবং এন্ড্রয়েড ভার্সন ২.৩ থেকে শুরু করে বর্তমান লিলিপপ পর্যন্ত যে কোন ভার্সন সাপোর্ট করে।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বাংলায় হাদিস, ইসলামী গ্রন্থাবলী ও মাস’আলা মাসায়েল সমন্বয়ে চালু হলো মোবাইল অ্যাপ্স