১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউস সানি, ১৪৪৬ হিজরি।
১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউস সানি, ১৪৪৬ হিজরি।

লুটন, ব্রার্ডফোর্ড ও সোয়ানসি শহরে আল কোরআন একাডেমী লন্ডন এর কোরআন বিতরণ

লুটন, ব্রার্ডফোর্ড ও সোয়ানসি শহরে আল কোরআন একাডেমী লন্ডন এর কোরআন বিতরণ

সম্প্রতি আল কোরআন একাডেমী লন্ডন ও চ্যানেল এস এর যৌথ উদ্যোগে দেশব্যাপী কোরআন বিতরণের অংশ হিসেবে বৃটেনের লুটন, ব্রার্ডফোর্ড ও সোয়ানসি শহরে কোরআন বিতরণ করা হয়েছে। শহর ভিত্তিক লুটনের হকওয়েল রিং মসজিদ, ব্রার্ডফোর্ডের মদীনাতুল উলুম এন্ড ইসলামিক সেন্টার, সোয়ানসি মস্ক এন্ড ইসলামিক কম্যুনিটি সেন্টারে বিপুল সংখ্যক উপস্থিতির মাঝে কোরআন বিতরণ করা হয়। কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- লন্ডন ইস্ট একাডেমীর সাবেক প্রিন্সিপাল শায়খ মুসলেহ ফারাদী, বার্মিংহাম মানারাত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর কবির উদ্দিন, চ্যানেল এস এর চ্যারিটি কো অর্ডিনেটর- তাওহিদুল করিম মুজাহিদ, টিভি প্রেজেন্টার সুলতান আহমেদ,  মোহাম্মদ সরওয়ার আলম (লুটন), আনসার হাবিব (ব্রার্ডফোর্ড), মাহমুদ বিন সাঈদ  (সোয়ানসি) প্রমুখ।

আল কোরআন একাডেমী লন্ডনের কার্যক্রম, অর্থসহ কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআন বিতরণের প্রয়োজনীয়তা তুলে ধরে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ তাদের শহরে আল কোরআন একাডেমী লন্ডন কে কোরআন বিতরণের জন্যে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on লুটন, ব্রার্ডফোর্ড ও সোয়ানসি শহরে আল কোরআন একাডেমী লন্ডন এর কোরআন বিতরণ

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ