১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।
১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার, ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০ মহর্‌রম, ১৪৪৭ হিজরি।

ফ্রন্ট লাইন কর্মীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ যুগাতে খাবার বিতরণ

রাজু আহমদ, বার্মিংহাম থেকে:

বৈশ্বিক করোনা মহামারীতে ব্রিটেনের এনএইচএস এর ভূমিকা সর্বজন স্বীকৃত। সারা দেশের হাসপাতাল কর্মীদের মত বার্মিংহামের হাসপাতালগুলোর এনএইচএস এর কর্মীদের ভূমিকাও খুবই প্রশংসনীয়।

সম্প্রতি কুইন এলিজাবেত হাসপাতাল চ্যারিটিএর ডাইরেক্টর ‘চারলট শফিল্ড এর সহযোগিতায় বার্মিংহামের বিশিষ্ঠ কমিউনিটি ব্যাক্তিত্ব, রাজনীতিবিদ, সমাজসেবকও ব্যবসায় আলহাজ্ব করি উদ্দিন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. ওয়াছিমুজ্জামান এর উদ্যোগে কুইন এলিজাবেত হাসপাতাল ক্যান্সার ইউনিট এর এর সামনে বিপুল পরিমাণ খাবার বিতরণ করেন।

খাবার বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় এবং সরকারী নীতিমালা অনুস্মরণ করে এনএইচএস এর ফ্রন্ট লাইনে জীবনের ঝঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তাদের সাহসী ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁদের এ ক্ষুদ্র প্রয়াস বলে উল্লেখ করেন। এসময় তারা বলেন তাদের এ প্রয়াস এনএইচএস কর্মীদের উৎসাহ যুগাবে বলে তাদের বিশ্বাস।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ফ্রন্ট লাইন কর্মীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ যুগাতে খাবার বিতরণ

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ