বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জবাসী উলামাদের উদ্যোগে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ নামে জনসেবামূলকিএকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে সভাপতি হিসেবে নির্বোচিত হয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত, বিশষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, এনটিভি ইউরোপ এর দোয়া ও জিকর প্রোগ্রাম এর নিয়মিত আলোচক, শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমূল উলূম, জকিগঞ্জ এর প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল হাফিজ। সাধারণ সম্পাদক হিসেবে নিবৃঅচিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, েইক্বরা বিটিভির নিয়মিত আলোচক, মুফতি মাওলানা আব্দুল মুনতাক্বিম।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল সিলেটের জকিগঞ্জ উপজেলার পিছিয়ে পড়া জনগণের উন্নতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ ও উন্নয়নের সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে প্রবাসের বিভিন্ন দেশে অবস্থানরত একঝাক রেমিটেন্সযোদ্ধাদের উদ্যোগে এ জনসেবামুলক সংগঠনের আত্মপ্রকাশ।
শতাধিক প্রবাসী সম্পৃক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্বাচিত ৮ সদস্যের আহবায়ক ফোরামের প্রধান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকি-এর সভাপতিত্বে এবং ফোরামের সদস্য কাতার প্রবাসী মাওলানা আবু আফিফা আতিকুর রাহমানের পরিচালনায় কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। এতে শুরুতে পেবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৌদী প্রবাসী মাওলানা আব্দুর রাহমান আজমী।
৭ নভেম্বর বাংলাদেশ সময় রাত দুইটায় অনলাইন অ্যাপস জুমে অনুষ্ঠিত এ সভায় লন্ডন, আমেরিকা, ইটালী, ফ্রান্স, পার্তুগাল, স্পেন, সৌদী, দুবাই, কাতার, কুয়েত, উমান, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বিপসহ প্রবাসের বিভিন্ন দেশ থেকে প্রায় শ’খানেক প্রবাসীর উপস্থিতিতে সভার সভাপতি মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী তাঁর সংক্ষিপ্ত বক্তব্য পরবর্তী সংগঠনের প্রতিষ্ঠাকালিন সাধারণ পরিষদের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সকলের পরিচিতিপূর্বক শপথবাক্য পাঠ করান।
সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন- আহবায়ক কমিটির উপ প্রধান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রব, নব নির্বাচিত কমিটির সভাপতি ক্বারী মাওলানা আব্দুল হাফীজ, সেক্রেটারী জেনারেল মাওলানা মুফতি আব্দুল মুন্তাক্বিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হুজায়ফা আফজাল হুসেনসহ প্রমুখ প্রবাসী নেতৃবৃন্দ।
সভায় ঘোষিত কমিটির অভিবাবক ফোরামে রয়েছেন- মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকি (লন্ডন), মাওলানা আব্দুর রব (লন্ডন) সহ মোট ৬ জন।
সভাপতি পদে রয়েছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আবদুল হাফীয সাহেব (যুক্তরাজ্য)।
সহ-সভাপতি পদে রয়েছেন মাওলানা আসআদ উদ্দীন (সৌদীআরব), মাওলানা ময়নুল হক চৌধুরী (যুক্তরাজ্য) সহ ১৫ জন।
সাধারণ সম্পাদক পদে আছেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম সাহেব (যুক্তরাজ্য)।
যুগ্ম সাধারণ সম্পাদক, আবু আফিফা আতিকুর রাহমান (কাতার), মাওলানা বিলাল আহমদ (সৌদীআরব), মাওলানা জাকারিয়া আহমদ (যুক্তরাজ্য), সাংগঠনিক সম্পাদক : মাওলানা আবু হুযাইফা আফযাল (সৌদীআরব), অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আজমী (সৌদীআরব), প্রচার সম্পাদক: মাওলানা বুরহান উদ্দীন (সৌদীআরব)। উল্লেখিত দায়িত্ব সহ সর্বমোট ১৫৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ব মানবতার শান্তি, মুসলিম উম্মাহর মুক্তি ও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস হতে পরিত্রান এবং জকিগঞ্জের কল্যাণ কামনা করে মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী সাহেবের দুআর মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on জনসেবামুলক সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ-এর আত্মপ্রকাশ