৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার, ২৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি।
৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , রবিবার, ২৪ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি।

ইমশিয়াত শরীফ, (উহান) চীন থেকে: শূন্য শূন্য লাগে উহানে

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আমি চীনের হুবেই প্রদেশের উহান শহরে হোয়াজং ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাংবাদিকতায় পিএইচডি করছি।পরিবার-পরিজন ছাড়া আছি দীর্ঘদিন যাবৎ। বিশ্ববিদ্যালয়ে চলছে শীতকালীন ছুটি। ভেবেছিলাম দেশে যাবো। কিন্তু ছুটির পর পিএইচডি ওরাল ডিফেন্স থাকায় যাওয়া হয়নি। পড়ালেখা, রান্না-বান্না, ফটোগ্রাফি আর বিনোদন ভালোই চলছিল। বেশ হাসি-খুশি ছিলাম।

হঠাৎ করেই করোনা ভাইরাস-এর উৎপত্তি। তাও আবার আমার এই শহরে।

সেই করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়ছে বিশ্বে। ফলাও করে নিউজ করা হচ্ছে গণমাধ্যমগুলোতে। এই ভাইরাসে চীনেই এ পর্যন্ত মারা গেছে ৮০ জনের মতো। অসুস্থ আছে ৩ হাজারেরও বেশি।

এই পরিস্থিতিতে এখানে প্রায় ৪ শতাধিক আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীর মাঝে আতঙ্ক-উৎকণ্ঠা বাড়ছেই। সপ্তাহব্যাপী দোকানপাট, সুপারশপ বন্ধ থাকায় ইতিমধ্যে অনেকেই খাবারের সংকটে পড়েছে।
এদিকে চলমান পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত নেয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে, সেই সঙ্গে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উহান বাংলাদেশিদের পক্ষ থেকে।
পাশাপাশি আমার অসংখ্য বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক বন্ধুগণ ও পরিচিত জন আমার খোঁজখবর নিচ্ছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবাইকে। শূন্য শূন্য লাগছে উহান। অন্ধকারময় হয়ে আসছে জীবন। সবাই দোয়া করবেন।

বিশ্বব্যাপী মারা যেতে পারে সাড়ে ৬ কোটি মানুষ

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ইমশিয়াত শরীফ, (উহান) চীন থেকে: শূন্য শূন্য লাগে উহানে

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ