১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল, ১৪৪৫ হিজরি।
১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল, ১৪৪৫ হিজরি।

ব্রিটিশ মুসলিম স্কুলের জিসিএসই-তে শতভাগ কৃতকার্য

বার্মিংহাম লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাজ্যের অন্যতম শহর বার্মিংহাম ওয়েস্টব্রমইচে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দি ব্রটিশ মুসলিম হলে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমপ্লেক্সেরে ভাইস চেয়ারম্যান কাজী আংগুর মিয়া, আলহাজ আজির উদ্দিন আবদাল, সেক্রেটারি মোঃ মিসবাউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ আব্দুল হাই, মোঃ শাহজাহান, হাজী হাসন আলী হেলাল, হাজী আমিরুল ইসলাম জামাল, মাওলানা বদরুল হক খান, মাওলানা গুলজার আহমদ, মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী, মাওলানা এহসানুল হক প্রমুখ। বৈঠকে কমপ্লেক্সের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কমপ্লেক্সটির সার্বিক উন্নয়নে ধারাবাহিক ভাবে সহযোগিতা করা জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়।
বৈঠকে ২০১৯ সালে অনুষ্ঠিত জিসিএসই পরীক্ষায় উত্তির্ণদের জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়। উল্লেখ্য, এ বছর কমপ্লেক্সের পরিচালনায় ব্রিটিশ মুসলিম স্কুল থেকে জিসিএসই পরীক্ষায় অংশ নিয়ে শত ভাগ পরীক্ষার্থী উত্তির্ণ হয়েছে। ব্রিটিশ মুসলিম স্কুলে ইংল্যান্ডের জাতীয় ক্যারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায়ও পাঠদান করা হয়। প্রতিষ্ঠিত হবার পর থেকে ব্রিটিশ মুসলিম স্কুল অত্যান্ত দক্ষতার সাথে এত্র এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্রিটিশ মুসলিম স্কুলের সার্বিক উন্নয়নে এবং শিক্ষার্থীদের জাতীয় ক্যারিকুলামে শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে সন্তানদের এই স্কুলে ভর্তি করানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on ব্রিটিশ মুসলিম স্কুলের জিসিএসই-তে শতভাগ কৃতকার্য

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ