‘কর্ণেল আবু তাহের ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে পা হারানো একজন বীর মুক্তিযোদ্ধা। প্রহসনের বিচারের মা্ধ্যমে তাঁকে ফাঁসিতে ঝুলানো হয়। ক্ষুধিরাম, সূর্যসেনের মত মেহনতী মানুষের সামগ্রিক মুক্তির লক্ষ্যে নিঃশঙ্ক চিত্তে আত্মদান করেন কর্ণেল আবু তাহের। বিপ্লবী এক চেতনা নাম কর্ণেল আবু তাহের- প্রহসনের ফাঁসিতে চেতনা নিশ্চিহ্ন হয়ে যায় না। যুগে যুগে কর্ণেল তাহেরের অনুসারীরা বিপ্লব দীর্ঘজীবী করতে নিরলস কাজ করে যাবে।’
কর্ণেল তাহের বীরোত্তম এর আত্মদানের ৪৩তম দিবস পালিত উপলক্ষে বার্মিংহামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
উল্লেখ্য গত ২২ জুলাই সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)বার্মিংহাম শাখার উদ্যোগে কভেন্ট্রি রোডস্থ স্থানীয় এক রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করে। দুপুর ২টায় শুরু হওয়া এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি সালেহ আহমদ। আনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক, লেখক তাজুল মোহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কমরেড মসুদ আহমদ, জাসদ যুক্তরাজ্য শাখার সদস্য কয়ছর আহমদ, এম এ মুনতাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কিসলু, শ্রমিক লীগ বার্মিংহাম শাখার সভাপতি রহমত আলী, আওয়ামীলীগ নেতা সৈয়দ লুৎফুর রহমান, জমশেদ আলী, আশিক মিয়া, মো. কবির উদ্দিন, নুরুল আবসার টিটু, হাসিব মতিন, মাসুদ চৌধুরী, সোহেল আহমদ, নজরুল ইসলাম, সৈয়দ মাহমুদ দোলন, জগলু আহমদ, ফয়সল আহমদ প্রমুখ। সংগঠনের বার্মিংহাম শাখার নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন- সৈয়দ শহিদ আলী, সহ সভাপতি টুটু চৌধুরী, সদস্য জাহাঙ্গীর বখত প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on বার্মিংহামে কর্ণেল আবু তাহের বীরোত্তম এর স্মরণসভা অনুষ্ঠিত