১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান, ১৪৪৬ হিজরি।
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার, ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান, ১৪৪৬ হিজরি।

শাহজালাল মসজিদ ম্যানচেস্টার এর সাবেক ইমাম হযরত হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান (রহ.) এর স্মরণ সভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত

নর্থওয়েস্টের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টার ম্যানচেস্টারের দীর্ঘ দিনের ইমাম ও খতীব হযরত হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক এক স্মরণ সভা ও দু‘আ মাহফিল গত ৩রা এপ্রিল সোমবার ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়।

মরহুমের পরিবার ও ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের সাবেক ইমাম ও খতীব, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের গভর্নিং বডির চেয়ারম্যান শায়খুল হাদীস হযরত আল্লামা আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মুহাদ্দিস মাওলানা মুফতী আশরাফুর রহমান, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কিথলী শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, ব্রাডফোর্ড বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন, জামেয়া করিমিয়া ম্যানচেস্টারের খতীব আল্লামা ফরাশী, ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদের সাবেক খতীব আল্লামা আরশাদ মিসবাহী, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা আলহাজ¦ মৌলভী মকবুল আলী।

প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ¦ কবির আহমদ এমবিই‘র সভাপতিত্বে ও শাহজালাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খান এর উপস্থাপনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম মাওলানা মুফতী আবদুল ওয়াদুদ, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক হাফিজ সাব্বির আহমদ, বার্মিংহ্যাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদের চেয়ারম্যান হাজী আবদুল মুহিত, হাইড বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মুছাব্বির, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের সাবেক চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ হাসান চৌধুরী, আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, আলহাজ¦ নুরুল ইসলাম চৌধুরী, আলহাজ¦ সুরাবুর রহমান, বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ আশিক মিয়া সিজিল, একাউন্টেট আশরাফ আহমদ, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল নাসের ওয়াহাব, সাবেক চেয়ারম্যান ময়নুল আমিন বুলবুল, মুহিবুর রহমান বাবু, কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর আহমদ আলী জেপি, সাবেক কাউন্সিলর আবু চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, হযরত মাওলানা হাফিজ সৈয়দ ফজলুর রহমান ছিলেন একাধারে একজন প্রখ্যাত হাফিজ, অভিজ্ঞ আলিম, একনিষ্ঠ ইমাম, সফল শিক্ষক, মমতাবান অভিভাবক, সর্বোপরী সদালাপী হাস্যোজ্জ্বল একজন পরহেজগার ব্যক্তিত্ব। তিন দশকের অধিক সময় তিনি সকল প্রকার বিতর্কের উর্ধে থেকে ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ এবং কমিউনিটির খেদমতে নিজেকে নিয়োজিত রেখে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ম্যানচেস্টারে কাটিয়ে কমিউিনিটির অশ্রুসিক্ত ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে ম্যানচেস্টারে শায়িত আছেন তিনি।

স্মরণসভা উপলক্ষে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক উলামায়ে কিরাম, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লীর সমাগম ঘটে। এতে আরো উপ¯ি’ত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, মাওলানা মুফতী আবদুর রহমান, বার্মিংহ্যামের বিশিষ্ট আলেম মাওলানা রুকনুদ্দীন আহমদ, মরহুমের জামাতা ও বিশিষ্ট আলেম মাওলানা ফখরুল হাসান রুতবাহ, শাহজালাল মসজিদের শিক্ষক হাফিজ মোহাম্মদ জাকারিয়া, হাফিজ মোহাম্মদ জামাল হোসাইন, মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আলা উদ্দীন আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ গনি আহমদ চৌধুরী, আলহাজ¦ আনসার খান, আলহাজ¦ সুরুক মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আফিজ আলী, জেনারেল সেক্রেটারি আলহাজ¦ আনওয়ার আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ কভেন্ট্রি সভাপতি আলহাজ¦ গোলাম কিবরিয়া, ওল্ডহ্যাম শাখার সেক্রেটারী হাফিজ শামসুজ্জামান সুহেল, ম্যানচেস্টার শাখার সেক্রেটারী মাওলানা আবদুল কুদ্দুস, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আবদুল হামিদ, সাপ্তাহিক প্রবাস বাংলা সম্পাদক আফজাল রব্বানী প্রমুখ।

বক্তাগণ ম্যানচেস্টারের বাংলাদেশী কমিউনিটির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান। স্মরণসভায় মরহুম হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান (রহ.) এর জীবন ও কর্ম সকলের সামনে তুলে ধরতে শাহজালাল মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান এর সম্পাদনায় ‘ক্রাউন অফ লাইট’ নামে একটি স্মারক প্রকাশ করা হয়। পরিশেষে মরহুমের রূহের মাগফিরাত ও দরজাবুলন্দি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এদিকে হযরত মাওলানা হাফিজ সৈয়দ ফজলুর রহমান (রহ.) এর স্মরণ সভা ও দু‘আ মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করে তোলায় মরহুমের পরিবার ও ম্যানচেস্টারের কমিউনিটির পক্ষ থেকে সকলের প্রতি শুকরিয়া আদায় করেছেন আলহাজ¦ কবির আহমদ এমবিই, আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী এমবিই এবং মরহুমের বড় ছেলে সৈয়দ তোফায়েল আহমদ রহমান।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on শাহজালাল মসজিদ ম্যানচেস্টার এর সাবেক ইমাম হযরত হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান (রহ.) এর স্মরণ সভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ