২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।

স্বশরীরে মে’রাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এক অনন্য মু’জিযা -শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রাহমান

photo (2)আনজুমানে আল ইসলাহ ইউকে,বার্মিংহাম ও বাংলাদেশ ইসলামিক সেন্টারের উদ্যোগে মে’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত।

ইছামতি কামিল মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল উস্তাদুল মুহাদ্দিছিন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রাহমান সাহেব বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে অনেক মু’জিযা সংগঠিত হয়েছে। তন্মধ্যে মে’রাজ হচ্ছে অন্যতম।যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে স্বশরীরে হয়েছে, এটা উপর বিশ্বাস রাখা ঈমানের দাবি। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মে’রাজ রাত্রে উম্মতে মুহাম্মদির জন্যে অনেক নিয়ামত নিয়ে এসেছিলেন।

তিনি গত ২রা মে রোজ সোমবার দুপুরে আনজুমানে আল ইসলাহ ইউকে,বার্মিংহাম শাখা এবং লজেল্স বাংলাদেশ ইসলামিক সেন্টার ও জামে মাসজিদের যৌথ উদ্যোগে মে’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে গঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বাংলাদেশ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমদ এর সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ইউকে,বার্মিংহাম শাখার সেক্রেটারী মাও মুহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দির সঞ্চালনে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওঃ এম এ কাদির আল হাসান, মিডল্যান আল ইসলাহর সাবেক সভাপতি মাওঃ আব্দুল হক নোমানী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাওঃ রুকন উদ্দিন আহমদ, দারুল হাদিস লতিফিয়ার শিক্ষক মাওঃ মারুফ আহমদ,বাংলাদেশ কাউন্সিল এর চেয়ারম্যান এমদাদ হুসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ বার্মিংহামের প্রেসিডেন্ট মাওঃ কাজি সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মাওঃ আতিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ মুহাম্মদ আব্দুল মুনিম,কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন, মাওঃ বদরুল হক খান, মাওঃ এহছানুল হক,ওয়ালসল জামে মাসজিদের ইমাম মাওঃ নোমান আহমদ, হাজী মুদ্দাছির আলী,বাংলাদেশ ইসলামিক সেন্টারের সেক্রেটারী আজির উদ্দিন আবদাল, হাজী তেরা মিয়া। কুরআন তেলাওয়াত করেন মাওঃ বুরহান উদ্দিন ও ওলিউর রাহমান। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। – প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on স্বশরীরে মে’রাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এক অনন্য মু’জিযা -শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রাহমান

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ