২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।

যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বার্মিংহামে ক্রীড়াপরিষদ ইউকে-’র উদ্যোগে তাৎক্ষণিক মিষ্টিমুখ

যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে তিন উইকেটে হারিয়ে পচেফস্ট্রুমে শিরোপা উৎসবে মাতে যুাবারা।
বৃষ্টি আইনে ৩০ বলে বাংলাদেশের টার্গেট দাড়ায় ৭ রান। সুশান্তের করা করা ৪৬তম ওভারে চার মেরে জয়কে হাতের মুঠোয় আনেন রাকিবুল। পরের ওভারের প্রথম বলেই বাংলাদেশকে শিরোপা পাইয়েদেন রাকিবুল। ৪৩ রানে অপরাজিত থেকে শিরোপা জিততে সহায়তা করেন অধিনায়ক আকবর আলী।
বিশ্বকাপ জিততে বাংলাদেশের দরকার ছিল ১৭৮। ভারতের বিপক্ষে সে লক্ষ্যে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

সপ্তম উইকেটে আকবরের সঙ্গে জুটি বাধেন ব্যাথ্যা পেয়ে বাইরে যাওয়া পারভেজ হোসেন ইমন। অধিনায়ক আকবর আলীর সঙ্গে দারুন খেলছিলেন ইমন। এই দু’জনের ব্যাটে আবারো আশার সঞ্চার হয় টাইগার শিবিরে। আশা যাগিয়ে হঠাৎ জসওয়ালের বলে অযথা শট খেলতে গিয়ে আউট হন ৪৬ রান করে।
এর আগে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৭ রানে গুটিয়ে যায় চার বারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন যশস্বি জসওয়াল। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগুতে থাকা জসওয়াল ফেরান শরিফুল।  বাংলাদেশের অভিষেক দাস তিনটি শরিফুল, রকিবুল দুটি করে উইকেট দখল করেন।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারবারের শিরোপাধারী ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে দুর্দান্ত ফর্মে আছে যুবা টাইগাররাও। প্রথমবার বৈশিক আসর থেকে শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় আকবর আলীর দল।
বাংলাদেশ সময় দুপুর ২টায় ফাইনাল শুরু হয় ফাইনাল।
আবহাওয়ার পূর্বাভাসে আজ রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পচেফস্ট্রুমে। আগামীকাল সোমবার রিজার্ভ ডেতেও আছে বৃষ্টির সম্ভাবনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যদি দু’দিনই ভেসে যায় তাহলে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: যশস্বি জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুয়েল (উইকেটরক্ষক), প্রিয়াম গার্গ (অধিনায়ক), সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, শ্বাশ্বত রাওয়াত, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বার্মিংহামে ক্রীড়াপরিষদ ইউকে-’র উদ্যোগে মিষ্টিমুখ

দেশের যে কোন ক্রিকেট ইতিহাসে প্রথম বাংলাদেশের দামাল ছেলেরা অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে শক্তিশালী ভারতীয় দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করেছে। বাংলাদেশের এ জয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে-এর উদ্যোগে তাৎক্ষণিক এক মিষ্টিমুখ এর আয়াজন করা হয়। মিষ্টিমুখ অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বাংলাদেশী কমি্উনিটির বিভন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বাংলাদেশের এ বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন- এ বিজয়ে আমরা গৌরবান্বিত এবং বিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে বলে আমরা মনে করি। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল এর পরিচালনায় এ মিষ্টিমুখ অনুষ্ঠনে উপস্থিতি ছিলেন- কমরেড মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শাহ জমশেদ আলী, বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, কামাল আহমদ, সৈয়দ এলাহি হক সেলু, সাইফুর রাজা চৌধুরী জিলু, মাওলানা এনামুল হাসান সাবির, চৌধুরী হাফিজ আহমদ, সৈয়দ শহিদ আলী, শাকিল আহমদ, তাজুল ইসলাম, শুয়েব আহমদ, রনি প্রমুখ।

প্রবাসে বাংলাদেশের ক্রীড়াসহ যে কোন আনন্দ ও উচ্ছ্বাসে প্রতিবারের ন্যায় তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকেকে উপস্থিত সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দেশের যে কোন ক্রিকেট ইতিহাসে প্রথম বাংলাদেশের দামাল ছেলেরা অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে শক্তিশালী ভারতীয় দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করেছে। বাংলাদেশের এ জয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে-এর উদ্যোগে তাৎক্ষণিক এক মিষ্টিমুখ এর আয়াজন করা হয়। মিষ্টিমুখ অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বাংলাদেশী কমি্উনিটির বিভন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বাংলাদেশের এ বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন- এ বিজয়ে আমরা গৌরবান্বিত এবং বিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে বলে আমরা মনে করি। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সুহেল এর পরিচালনায় এ মিষ্টিমুখ অনুষ্ঠনে উপস্থিতি ছিলেন- কমরেড মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শাহ জমশেদ আলী, বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, কামাল আহমদ, সৈয়দ এলাহি হক সেলু, সাইফুর রাজা চৌধুরী জিলু, মাওলানা এনামুল হাসান সাবির, চৌধুরী হাফিজ আহমদ, সৈয়দ শহিদ আলী, শাকিল আহমদ, তাজুল ইসলাম, শুয়েব আহমদ, রনি প্রমুখ।

প্রবাসে বাংলাদেশের ক্রীড়াসহ যে কোন আনন্দ ও উচ্ছ্বাসে প্রতিবারের ন্যায় তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকেকে উপস্থিত সবাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ