২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।

মিডল্যান্ডস লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

photo 1মিডল্যান্ডস-এর ওয়েস্ট ব্রমিচস্হ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স, এর কার্যনির্বাহী পরিষদের সভা গত ৭ এপ্রিল, মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।  সভায় বার্ষিক রিপোর্ট এবং হিসাব উপস্হাপন করা হয়।  সভায় বক্তারা সংস্হার সংস্কার াকজের সর্বশেষ পরিস্হিতি নিয়ে আলোচনা করেন।  সঙস্কার কাজ সমাপ্ত করতে জরুরী ভিত্তিতে অর্থের প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরা হয়।  বক্তারা যারা ওয়অদাকৃত টাকা দেননি তাদেরকে অনতিবিলম্বে পরিশোধ করার আহ্বান জানানো হয়।  কমপ্লেক্রের সভাপতি মাওলানা এম এ কাদির আল হাসান এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মো. মিসবাউর রহমানের উপস্হাপনায় অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন- কমপ্লেক্সের ফাউন্ডার মেম্বার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাছির আহমদ, কাউন্সিলর আহমেদুল হক এমবিই, মাওলানা রুকনুদ্দিন আহমদ, ক্যাশিয়ার মো. শাহজাহার, মো. গাবরু মিয়া, আমিরুল ইসলাম জামাল, খুরশেদ-উল-হক, আলহাজ্ব আবুল হোসাইন (সাত্তার মিয়া), মাওলানা রফিক আহমদ, মো. মন্তাজ আলী, হাজী হাসন আলী হলোল, আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া, সুফি ইদ্রিস আলী, সালেহ আহমদ, আতিকুর রহমান, হাজী সাহিদ মিয়া, মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দী, মচব্বির আলী, মোহাম্মদ সাহাব উদ্দিন, হাজী তেরা মিয়া, মাওলানা আব্দুল মুনিম, হাফিজ আলী হোসেন বাবুল, হাজী আব্দুল মুনিম, রায়হান আহমদ চৌধুরী, মাস্টার আব্দুল মুহিত, চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি বর্তমানে ফ্রি-হল্ড, প্রয়োজনীয় সংস্কার কাজের পর এই কমপ্লেক্স থেকে ইসলামের বহুমুখী সেবা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে উপস্হিত সকলকে অবহিত করা হয়।  – প্রেস বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on মিডল্যান্ডস লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ