২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।

আইএস’র বিরুদ্ধে ইরান-আফগান যৌথ সেনা অভিযানের সিদ্ধান্ত

1429541540_Ghaniআইএস জিহাদিদের বিরুদ্ধে অভিযান চালাতে রাজি হলো আফগানিস্তান ও ইরান। যৌথভাবে সেনা অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে, দুই দেশের তরফ থেকে। এ বিষয়ে একমত হন আফগানিস্তানের আশরাফ গনি ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। উল্লেখ্য, গত শনিবার আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় মৃত্যু হয় ৩৩ জনের এবং আহত হয়েছে শতাধিক। হামলার দায় স্বীকার করেছে আইএস। এই ঘটনার পরই সচেতন হয়েছে আফগান সরকার। পদে আসার পর প্রথমবার ইরান পরিদর্শনে গিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। সেখানে গিয়ে বারবার আইএস প্রসঙ্গ তোলেন আফগান নেতারা। তাদের দেশে আইএস ঘাঁটি গাড়ছে এই আতঙ্কের কথা জানানো হয়েছিল। ক্রমশ আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে আইএস সংগঠন। এমনটা জানানোর পরই দু’দেশ অভিযানে রাজি হয়েছে। আফগানিস্তনের প্রেসিডেন্ট আশরাফ গনি গত রোববার দু’দিনের রাষ্ট্রীয় সফরে তেহরানে পৌঁছেন। প্রতিবেশী দেশ দুইটির সম্পর্ক আরো জোরদার করার চেষ্টা করা হবে তার এ সফরের প্রধান লক্ষ্য। শক্তিশালী একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুররেজা রহমানি ফাজলি। সফরে প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট গনি। কয়েকটি সূত্র বলেছে, এ সফরে ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কৌশলগত চুক্তি সই করবেন প্রেসিডেন্ট আশরাফ গনি। চুক্তিতে সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে যৌথ অভিযানের বিষয়টি থাকবে। এছাড়া, ইরানে বসবাসকারী আফগান অভিবাসীদের বিষয়সহ দ্বিপক্ষীয় বাণিজ্য বিস্তারের কথাও এ চুক্তিতে থাকবে। কাবুলের অনেক বিশ্লেষক মনে করেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী মাদক পাচার ও আফিম চাষ বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে মাদক পাচার বিরোধী চুক্তি করবেন প্রেসিডেন্ট গনি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে সবচেয়ে বেশি সহায়তাকারী দেশগুলোর অন্যতম হলো ইরান। এদিকে, আবারও খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের হত্যা ও শিরñেদের একটি ভিডিও ছেড়েছে ইরাক ও সিরিয়াভিত্তিক বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের লিবিয়ার সমর্থকরা। এবার ইথিওপিয়ার ৩০ জনের বেশি খ্রিস্টানকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসে মিসরের ২১ জন খ্রিস্টানকে হত্যা করে আইএস সমর্থিত লিবিয়ার বিদ্রোহীরা। আগের ওই ভিডিওর সঙ্গে সর্বশেষ ভিডিওর মিল রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। ২৯ মিনিটের ভিডিও ফুটেজে এক দল লোককে লিবিয়ার সাগরের তীরে শিরñেদ এবং আরেক দলকে মরুভূমিতে গুলি করে হত্যা করতে দেখা গেছে। নিহতরা ইথিওপিয়ার চার্চের সদস্য এবং লিবিয়ার ওই বিদ্রোহীরা তাদের অপহরণ করে বলে মনে করা হচ্ছে। বিবিসি, রয়টার্স।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on আইএস’র বিরুদ্ধে ইরান-আফগান যৌথ সেনা অভিযানের সিদ্ধান্ত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ