বাংলা ভয়েস এর যাত্রা শুরু ২০০৯ সালের জুন মাসে। প্রথমে মাসিক পরবর্তিতে পাক্ষিক। মিডল্যান্ডসভিত্তিক এ সংবাদপত্রটি টেবলয়েড আকারে ২৪ পৃষ্ঠায় প্রকাশিত হয়ে আসছে। বর্তমানে প্রায় সকল পত্র-পত্রিকা অনলাইনভিত্তিক নিউজ পোর্টালে সার্বক্ষণিক নিউজ আপডেট করছে গুরুত্বের সাথে। বাংলা ভয়েস এর নিজস্ব একটি ওয়েবসাইট শুরু থেকেই ছিল। এতে নিয়মিত প্রিন্ট এডিশন এর পিডিএফ আপডেট করা হয়ে থাকে। এই ওয়েবসাইটটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হলেও এতে সার্বক্ষণিক সংবাদ আপডেটের জন্য পাঠক-সুধীমহল থেকে তাগাদা ছিল সর্বাত্মকভাবে। সেই তাগাদা-আহ্বানে সাড়া দিতে গিয়েই বাংলা ভয়েস অনলাইন এর যাত্রা শুরু। ২০ এপ্রিল ২০১৫ রাতের প্রথম প্রহর থেকে আমরা স্বতন্ত্র এই অনলাইন নিউজ পোর্টাল পরীক্ষামূলকভাবে চালু করেছি। আমাদের প্রত্যাশা বাংলা ভয়েস প্রিন্ট এডিশনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালও আপনাদের সার্বিক সহযোগিতা পাবে, জনপ্রিয় হয়ে উঠবে অচিরেই।
ধন্যবাদসহ
মোহাম্মদ মারুফ
মোবাইল- 07918871592
নিউজ পোর্টাল- www.banglavoiceonline.com
যোগাযোগ:
info.banglavoice@gmail.com
ওয়েবসাইট নির্মসাাণসহ সার্বিক ব্যবস্থাপনায়- মোহাম্মদ মনসুর
কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on আমাদের-কথা