২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।

সরাসরি ফ্লাইট চান সিলেটের ব্যবসায়ীরা

সরাসরি ফ্লাইট চান সিলেটের ব্যবসায়ীরা

সিলেট অফিস | ১০ এপ্রিল ২০১৫, শুক্রবার

71017_101সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু না করায় বিমানের ওপর ক্ষুব্ধ সিলেটের ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীরা। যাত্রী ভোগান্তি কমাতে তারা অনেক আগে থেকেই এব্যাপারে দাবি উত্থাপন করলেও বিমান তাতে সায় দেয়নি। সমপ্রতি যে ফ্লাইটটি চালু করেছে সেটিকেও কানেকটিং ফ্লাইট হিসেবেই মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলেন, যে ফ্লাইটটি চালু করা হয়েছে সেটিতে আন্তর্জাতিক যাত্রীদেরই বেশি নেয়া হচ্ছে। এ কারণে অভ্যন্তরীণ যাত্রীরা চাহিদা থাকা সত্ত্বেও কোন টিকিট মিলে না। এতে করে অভ্যন্তরীণ যাত্রীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, ঢাকা-সিলেট রুটে বর্তমানে তিনটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানি অর্থাৎ নভোএয়ার, ইউনাইটেড এয়ার ও ইউএস বাংলা ফ্লাইট চলাচল করছে। এই তিনটি ফ্লাইটে বেশির ভাগই অভ্যন্তরীণ যাত্রী চলাচল করেন। সোমবার থেকে বিমানও অভ্যন্তরীণ রুটে তাদের একটি ফ্লাইট নিয়মিত চালু করেছে। কিন্তু গত তিনদিনে বিমানের এই অভ্যন্তরীণ ফ্লাইটে  বেশির ভাগই বিদেশের যাত্রী চলাচল করছে। ১০ থেকে ১৫ ভাগ যাত্রী কেবলমাত্র অভ্যন্তরীণ রুটে চলাচল করছে। অথচ বিমানের ভাড়া সুবিধাজনক হওয়ায় অভ্যন্তরীণ বেশির ভাগ যাত্রীরা বিমানকেই পছন্দ করেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, সিলেট থেকে লন্ডন রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালু ছিল। ২০১২ সালে হজ মওসুমে আকস্মিকভাবে ওই ফ্লাইটটি বন্ধ করা হয়। তখন বিমানের পক্ষ থেকে অজুহাত দেখানো হয়েছিলো ঘনকুয়াশার কারণে ফ্লাইট অবতরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্বল্প দিনের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও বিমান সিলেট থেকে বৃটেনে আর কোন সরাসরি ফ্লাইট চালু করেনি। ফলে বাধ্য হয়ে বৃটেন যাত্রীদের ঢাকা থেকে বিমানযোগে হিথ্রো যেতে হচ্ছে। সমপ্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং সিস্টেম চালু হয়েছে। সম্পূর্ণ অবকাঠামোও ঠিক আছে। কিন্তু এখনও বিমান বাংলাদেশ সিলেট থেকে তাদের কোন সরাসরি ফ্লাইট চালু করেনি। হিথ্রো, জেদ্দা, দুবাই সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েকটি ফ্লাইট সরাসরি আসছে। কিন্তু এগুলোর সিডিউল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  সোমবার ঢাকা-সিলেট রুটে শুরু হওয়া বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটটিও সিডিউল রক্ষা করতে পারছে না বলে অভিযোগ যাত্রীদের। এদিকে, গত মঙ্গলবার  রাতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট  অঞ্চল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ট্রাভেলস এজেন্টরা সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। সভায় তারা বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় সিলেটবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নেতৃবৃন্দ এজেন্সিসমূহের চাহিদা মোতাবেক বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আসন বরাদ্দের দাবি জানান। সিলেট থেকে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি এজেন্সিদেরকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সিলেটবাসীর স্বার্থে অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি সকল আন্তর্জাতিক ফ্লাইট চালুর জোর দাবি জানানো হয় ওই সভা থেকে। আটাব সিলেট অঞ্চলের সভাপতি আবদুল জব্বার জলিলের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল কাইয়ুমের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের ডেপুটি ডাইরেক্টর আবদুল্লাহ আল মামুন, আটাবের সাবেক নির্বাহী সহ-সভাপতি আতাউর রহমান, ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, খন্দকার সিপার আহমদ, আবদুল আহামদ, মোতাহার হোসেন বাবুল, আব্দুল আলী, আব্দুল কুদ্দুস, হাফিজ গোলাম রব্বানী, মাসুদ আহমদ, এটি তারেক, খাজা মঈন উদ্দিন জালালাবাদী, খলিলুর রহমান, আব্দুল কাদির প্রমুখ। সিলেটের শিপার এয়ারওয়েজের স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমদ বলেন, বিমানের বিমাতাসুলভ আচরণের কারণে যেমনি যাত্রীরা ভোগান্তির শিকার হন তেমনি ব্যবসায়ীরা ক্ষতির মুখোমুখি হন। তিনি বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী সংখ্যা বেশি। কিন্তু সিট পাওয়া যায় না। তিনি বলেন, বিমান সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট সার্ভিস শুরু করুক এটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। যেহেতু ওসমানী বিমানবন্দর এখন স্বয়ংসম্পূর্ণ। এ জন্য ব্যবসায়ীরা এখন সবার আগে বিমানের কাছ  থেকে সুবিধা পেতে আগ্রহী। তাই এসব বিষয় নিয়ে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে, ফ্লাই দুবাই সিলেটে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়ায় আমেরিকা ও কানাডা প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তারা বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন করতে অর্থমন্ত্রী সহ সবাই আন্তরিক রয়েছেন। আমেরিকার প্রবাসীরা জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। আমেরিকা প্রবাসীরা যাতে দ্রুততম সময়ে সিলেট এসে পৌঁছতে পারেন সে জন্য কানেকটিং ফ্লাইট চালু করার দাবি জানান। আমেরিকান প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল জানিয়েছেন, ইউরোপের যাত্রীরা হিথ্রো হয়ে সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছতে পারেন। কিন্তু আমেরিকা ও কানাডার প্রবাসী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এ জন্য ওসমানীতে দ্রুততম সময়ে কানেকটিং ফ্লাইট চালুর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on সরাসরি ফ্লাইট চান সিলেটের ব্যবসায়ীরা

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ