২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল, ১৪৪৫ হিজরি।
২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল, ১৪৪৫ হিজরি।

রাস্তা থেকে কুড়ানো লিফলেট দিয়ে দারুল উলুমকে অভিযুক্ত করার অপচেষ্টা

রাস্তা থেকে কুড়ানো লিফলেট দিয়ে দারুল উলুমকে অভিযুক্ত করার অপচেষ্টা

বারমিংহামঃ

সাম্প্রতিককালে অফস্টেড কর্তৃক দারুল উলুম বার্মিংহাম ইন্সপেকশন করার পর ইন্সপেকশন কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া এক রিপোর্ট প্রকাশ করেছে। উক্ত রিপোর্ট থেকে  প্রতীয়মান হচ্ছে যে, দারুল উলুম বৈষম্যতার শিকার হয়েছে। ইন্সপেকশান কমিটি সারাদিন ব্যাপী ইন্সপেকশান করার পর উল্লেখজনক কোন ধরনের দোষ-ত্রুটি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত রাস্তা থেকে এক লিফলেট কুড়িয়ে এনে তা দিয়ে দারুল উলুমের বিরুদ্ধে এক বিরাট ইস্যু তৈরি করে। দারুল উলুম প্রতিষ্ঠালগ্ন হতে বর্ণবৈষম্যতা ও চরম্পন্থাকে ঘৃণা করে আসছে যা তার সিলেবাসে সম্পূর্ণরূপে উল্লখ রয়েছে। দারুল উলুম কর্তৃপক্ষ সব সময় মানুষের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা পোঁছে দেয়ার দায়িত্ব পালন করে আসছে। ইন্সপেকশান কমিটির  অন্যতম মেম্বার রাস্তা থেকে এক লিফলেট উঠিয়ে এনে তাকে দারুল উলুমের সাথে জুড়িয়ে দেয় এবং বলে দারুল উলুম তার ছাত্রদেরকে উগ্রপন্থা শিক্ষা দেয়। দারুল উলুম ম্যানেজমেনট কমিটি তার উক্ত অভিযোগকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এর দ্বারা উক্ত ইন্সপেকটারের দারুল উলুমের প্রতি বিদ্ধেষ ও শুত্রুতাপুর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে।তিনি মুসলমানদের পবিত্র স্থান মসজিদকেও অবমাননা করেছেন। মসজিদের ভিতর দিয়ে অফিসে যাওয়ার সময়ে তাকে জুতা খুলতে বললে তিনি জুতা না খুলে অফিসে যান, অথচ তিনি নিজেও জানেন এটি মুসলমানদের পবিত্র যায়গা যাতে জুতা নিয়ে কেঊ প্রবেশ করে না। এছাড়া মসজিদের প্রবেশ পথে লেখা রয়েছে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ । তার উক্ত ঔদ্ধতাপূর্ণ আচরণের ফলে জামে মসজিদ এবং ইসলামীক সেন্টার ম্যানেজমেনট কমিটি এবং মুসলিম কমিনিটিতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটি তার উক্ত ন্যাক্কারজনক আচরনের বিরুদ্ধে আইনের ভিতর দিয়ে সর্বত্র প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে। – প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on রাস্তা থেকে কুড়ানো লিফলেট দিয়ে দারুল উলুমকে অভিযুক্ত করার অপচেষ্টা

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ