২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।
২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , বৃহস্পতিবার, ১৪ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান, ১৪৪৫ হিজরি।

যুক্তরাজ্যে সৈয়দ নজরুল ইসলাম ফাউন্ডেশন গঠিত

Graphic1জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং জাতির জনকের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্বাধীনতাপূর্ব এবং উত্তর বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলানের জীবন, কর্ম, রাজনৈতিক অবদান ও স্মৃতিকে ধারণ করে আগামীতে সৎ ও সাহসী রাজনৈতিক পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যুক্তরাজ্যে ‘সৈয়দ নজরুল ইসলাম ফাউন্ডেশন’ গঠন করা হয়।

কমিউনিটি সংগঠক ও মানবাধিকার কর্মী আনসার আহমদ উল্লাহকে সভাপতি এবং কমিউনিটি সংগঠক ও রিসার্চ অর্গেনাইজেশন ‘পলিসি পারসেপশন স্টাডিজ’ এর ফেলো ডক্টর আনিছুর রহমান আনিছকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ‘সৈয়দ নজরুল ইসলাম ফাউন্ডেশন যুক্তরাজ্য্’ গঠন করা হয়। সম্প্রতি পূর্ব লন্ডনের ব্রিকলেনে কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপিকে চিফ প্যাট্রন এবং প্রফেসর ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সৈয়দ শরিফুল ইসলাম, ব্রি. জে. (অব.) সৈয়দ সাফায়াতুল ইসলাম, সৈয়দা ড. লিপি ও সৈয়দ রূপা হককে প্যাট্রন করতে সর্বসম্মত সিদ্ধান্ত এবং যুক্তরাজ্যে সমমনা প্রবীণদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

– সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on যুক্তরাজ্যে সৈয়দ নজরুল ইসলাম ফাউন্ডেশন গঠিত

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ