২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।
২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার, ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান, ১৪৪৫ হিজরি।

জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের নবম বার্ষিক জিসিএসসি এচিভম্যান্ট এওয়ার্ড প্রদান সম্পন্ন

ওল্ডহ্যাম প্রতিনিধি:

jtps award picএবারের জিসিএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তির্ণ বৃটিশ বাংলাদেশী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করেছে জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম। গত মঙ্গলবার ওল্ডহ্যামের স্থানীয় একটি ভ্যানুতে অনুষ্ঠিত এচিভম্যান্ট এওয়ার্ড অনুষ্ঠানে ওল্ডহ্যাম বারার বিভিন্ন স্কুল থেকে মোট ৩৫ জন কৃতি ছাত্রছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি এক্টিভিষ্ট মওদুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হসেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বারা কাউন্সিলের সম্মানিত মেয়র আতিকুর রহমান ।

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর মোহন আলী, অ,বি,এ চেয়ার নজমুল ইসলাম, রাডক্লিপ স্কুলের ডেপুটি হেড টিচার মিসেস অয়েব, ডক্টর তাসলিমা বেগম,মাস্টার আরিফ আহমেদ মুহিত, মাস্টার মিসবাউল হক, সংগঠনের উপদেষ্টা আখলাকুল আম্বিয়া সহ কমিউনিটির নেতৃবৃন্দ ।

এছাড়া সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ সমুজ মিয়া, আলহাজ সৈয়দ সুরুক মিয়া, মামুনুর রশিদ চৌঃ, ভাইস চেয়ার আলহাজ আব্দুল কাদির, সেক্রেটারি আফাজ উদ্দিন প্রমুখ।

অতিথিরা জগন্নাথপুর থানা প্রবাসী সংঘের পক্ষ থেকে বৃটিশ বাংলাদেশী কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা সুচক ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন এবং এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলেও মনে করেন অনুষ্ঠানে আগত অতিথি, অভিবাবক, শিক্ষক এবং কমিউনিটির সর্বসাধারন ।

উল্লেখ্য মোট ৩৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এগারটি এ-স্টার পেয়ে প্রথম সেরা কৃতি ছাত্রীর গৌরব অর্জন করেন হাদার্শ স্কুলের ছাত্রী লুবনা বেগম, দশটি এ স্টার পেয়ে দ্বিতীয় সেরা ছাত্রীর হন রাডক্লিপ স্কুলের ছাত্রী হুমায়রা বেগম এবং নয়টি এ-স্টার পেয়ে তৃতীয় সেরা ছাত্রী নির্বাচিত হন রাডক্লিপ স্কুলের ছাত্রী শারমিন বেগম ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম মওলা নিক্সন, সফিক মিয়া, গোলাম রাব্বানী, সামছুল ইসলাম রাজন, দবির মিয়া, সুজাত উল্লাহ মিফতা, খালেদ আহমেদ, সাব্বির আহমেদ খান, আনোয়ার মিয়া, কবির মিয়া, আকমল হোসেন, আব্দুর রব ময়না সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শেষে আগত অতিথি ও কৃতি শিক্ষার্থিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ দেওয়ান মহসিন উদ্দিন ।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের নবম বার্ষিক জিসিএসসি এচিভম্যান্ট এওয়ার্ড প্রদান সম্পন্ন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ