১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ , বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি।
১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ , বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল, ১৪৪৫ হিজরি।

স্বাধীনতা দিবস উদযাপন

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, যুক্তরাজ্য

 তৌফিক আলি মিনার, লন্ডন

Greater Sylhet council UKগত ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সংগটন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে সেন্ট্রাল লন্ডনের সংগটনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সংগটনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক মকিস মনসুর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মানিক, কাউন্সিলার শাহ আলম, ড: মুজিবুর  রহমান, ড: জাকি রেজওয়ানা আনোয়ার, তৌফিক আলি মিনার, শেখ মো: তাহির উল্ল্যাহ, ফয়জুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলি, শিহাবুজ্জামান কামাল, লিলু মিয়া, নূর বকস, মাওলানা রফিক আহমদ, হারুনুর রশিদ, আমির আলি, আব্দুল ওয়াহিদ বাবুল, খালেদ চৌধুরী, জাকির হোসেন কয়েস, আব্দুল বাছিত বাদশাহ, আব্দুল রহিম রনজু, সৈয়দ এস করিম, শাহ মো: শফি কাদির, জহির উদ্দিন আলি, ফেরদৌস রহমান, মোশাহিদুর রহমান, বদরুর মনসুর, আব্দুল বাছিত রফি, শাহ স্বপন, আব্দুল হান্নান, আলমগীর আলম প্রমুখ।

সভার শুরুতেই দোয়া পরিচালনা করেন মাওলানা আরমান আলি।

এদিকে সংগঠনের পক্ষ থেকে ২৫শে মার্চ রাত ১২.০১ মিনিটের সময় লন্ডনের আলতাব আলী পার্কে মহান শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন কেন্দ্রীয় চেয়ারপার্সন নূরুল ইসরা  মাহবুব, জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, জয়েন্ট সেক্রেটারী মকিস মনসুর আহমদ, শেখ তাহির উল্ল্যাহ, লিয়াকত আলী, শাহ শাফি কাদির, হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে মিডল্যান্ড লন্ডন শাখা

রাজিব আহমদ, লন্ডন

justice for bangladesh genocide in UK p1যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ও সমর্থনে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে কেন্দ্রীয় কমিটি লন্ডন মহানগর শাখা ও মিডল্যান্ড শাখার পক্ষ থেকে গত ২৬ শে মার্চ প্রথম প্রহরে বার্মিংহাম, ওল্ডহাম ও লন্ডনের আলতাব আলী পার্কে কের্ন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথকভাবে মহান স্বাধীনতা দিবসে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান শহীদানদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১এর বীর মুক্তিযোদ্ধা এম মোস্তাফিজুর রহমান মানিকের নেতৃত্বে ৫০জন নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেছেন।

justice for bangladesh genocide in UK p2সংগটনের লন্ডন শাখার কনভেনার জুবায়ের আহমদ সেলিম ও জেনারেল সেক্রেটারী আমিনুর রহমান কাবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগঠনের মিডল্যান্ড শাখার কনভেনার সিতার আহমদ, মুক্তিযোদ্ধা মিছির আলি, রমিজ উদ্দিন শাহেদ মিয়া, কবির মিয়া ফরিদ, জাহাঙ্গীর হোসেন মান্নান কয়েস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বার্মিংহাম শহীদ মিনার এ পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদানদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।

লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পূর্বে লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ডেপুটি কনভেনার ৭১এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মো: তাহির উল্ল্যাহ, আবুল হোসেন ওয়াদুদ, আলহাজ্ব লিয়াকত আলি, মুজিবুর রহমান জসিম, রুহুল আমিন রুহেল, নজরুল ইসরাম আকিব, লিলু মিয়া, জুবায়ের আহমদ সেলিম, আমিনুর রহমান কাবিদ, আকলাকুর রহমান, আব্দুল মুহিত আফজল, রাধা কান্ত ধর, রুহেল আমিন খান, আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, আমজাদ হোসেন সানি, জাহির উদ্দিন আলী, নজরুল ইসলাম, শাহ মো: শাফি কাদির, ফেরদৌস রহমান, সেলিম আহমদ, আজাদুর রহমান, লিপি হালদার, মুহিদ রহমান, এম এ জাকির খান, আব্দুল মোহাইমিন পারভেজ, আব্দুল রব, নজরুল ইসলাম ইমন, শাওন রহমান, দেওয়ান ফাহিম চৌধুরী, সাজ্জাদ খান নিক্সন, আনোয়ার হোসেন, মাহমুদ আলী, ওয়াসিম আহমদ, রাজিব আহমদ, মো: রাহাত জামিল, আতিকুল ইসলাম, আব্দুস সামাদ ও মনির হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ এবারকার মহান স্বাধীনতা দিবসে লন্ডন, ওল্ডহাম ও বার্মিংহাম শহীদ মিনারে আমাদের বিভিন্ন শাখার পক্ষ থেকে শহীদানদের প্রতি পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগটনের কর্মকান্ডে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও বলিষ্ট ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক চিহ্ণিত যুদ্ধাপরাধিদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

 

ওয়েলস বাংলাদেশী কমিউনিটি

আজাদুর রহমান, কার্ডিফ থেকে,

বাংলাদেশের মহান স্বাধীনতার ৪৪তম জাতীয় দিবসে ২৬শে মার্চ প্রথম প্রহরে সেন্ট্রাল লন্ডনের আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকের পক্ষ থেকে মহান শহীদানদের প্রতি শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

ওয়েলস কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েলস কমিউনিটি সংগঠক জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ, নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি কমিউনিটি লিডার শেখ তাহির উল্লাহ, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের

ডেপুটি কনভেনার ৭১ এর বীর মু্ক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহ মো. শাফি কাদির, সোয়ানসী যুবলীগের সেক্রেটারী ফেরদৌস রহমান, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে কার্ডিফের ডেপুটি কনভেনার লিলু, মিয়া, ডেপুটি কনভেনার আলমগীর আলম, জেনারেল সেক্রেটারী জাহির উদ্দিন আলী, যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, শামীম আহমদ, বদরুল মনসুর, শাহ ফয়েজ প্রমুখ।

ওয়েলস কমিউনিটি সংগটক মকিস মনসুর আহমদ কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on print
Print
Share on email
Email
Share on whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই। আপনি প্রথম মন্তব্যটি করুন। on স্বাধীনতা দিবস উদযাপন

আপনি কি ভাবছেন ? আপনার মতামত লিখুুন।

এই বিভগের আরো সংবাদ

সর্বশেষ