মাওলানা আবদুল মান্নান শায়খে গুনই (রহ🙂 স্মরণে ইউকে জমিয়তের দোয়া মাহফিল
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক ও শায়খুল ইসলাম সাইয়্যেদ হুছাইন আহমদ মাদানীর (রহ:) অন্যতম খলিফা মাওলানা আবদুল মান্নান শায়খে গুনই (রহ:) স্মরণে জমিয়তে উলামা ইউকের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৪ এপ্রিল মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বক্তারা তাঁর পবিত্র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হযরত মদীনার (রহ:) অন্যতম শিষ্য ও খলিফা হিসেবে তিনি তারই অনুস্মরণে তাযকিয়ায়ে নাফস তথা আত্মিক পরিশুদ্ধির পরিশ্রম করেছেন নিঃস্বার্থ ও নিরবিচ্ছিন্নভাবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাঁর দেখানো পথে আমাদেরকে জীবন গঠন করার তাওফিক দান করেন। আমিন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জমিয়তে উলামা ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসেন, আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী, জমিয়তে উলামা ইউকের ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মজিদ, বিশিষ্ট আলেম মুফতি মুতাহির হুছাইন, সাহিত্য সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, জমিয়তে উলামা ইউকের সদস্যবৃন্দ মাওলানা আবদুস সামাদ, শাহীন আহমদ, মাওলানা খালেদ আহমদ, ফুজায়েল আহমদ চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিলে জমিয়ত নেতৃবৃন্দ বলেন মরহুম মাওলানা আবদুল মান্নান শায়খে গুনই (রহ:) দ্বীনের বহুবিদ খেদমতের সাথে অতোপ্রতোভাবে জড়িত ছিলেন। তার ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত প্রাণ শায়খ কে হারালো। সভায় বাংলাদেশের সিটি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা সর্ম্পকে চরম উদ্বেগ প্রকাশ করে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন, দেশের জনগণ একদলীয় দু:শাসনের আবসান চায়। ভোট দেয়ার সুযোগ পেলে সিটি নির্বাচনে জনগণ সরকারের গুম, খুন, জুলুম, নির্যাতন তথা ফ্যাসিবাদী আচরণের জবাব দিবে। যারা জনগণের গুরুত্বপূর্ণ ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণ কোনভাবেই তাদের সমর্র্থণ করতে পারে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয় ঠেকানো যাবে না।